করোনা টেস্টে পজিটিভ কুশল পেরেরা

করোনা টেস্টে পজিটিভ কুশল পেরেরা
Vinkmag ad

শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। আগামী মাসের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।

আসন্ন সিরিজকে সামনে রেখে ট্রেনিং এর আগে পুলে থাকা ক্রিকেটারদের করোনা টেস্ট করিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে কোভিড পজিটিভ প্রমাণিত হয়েছেন পেরেরা।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এসএলসি।

কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ মিস করলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক ছিলেন পেরেরা। শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ২২ টেস্ট, ১০ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি।

শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচিঃ

১ম ওয়ানডে- ২ সেপ্টেম্বর, কলম্বো
২য় ওয়ানডে- ৪ সেপ্টেম্বর, কলম্বো
৩য় ওয়ানডে- ৭ সেপ্টেম্বর, কলম্বো

১ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, কলম্বো
২য় টি-টোয়েন্টি- ১২ সেপ্টেম্বর, কলম্বো
৩য় টি-টোয়েন্টি- ১৪ সেপ্টেম্বর, কলম্বো।

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়ার মত নিউজিল্যান্ডও খেলবেনা প্রস্তুতি ম্যাচ

Read Next

ইঅরেঞ্জের সঙ্গে সম্পর্ক নেই মাশরাফির

Total
1
Share