

কেমার রোচের বীরত্বে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়। কিংস্টন টেস্টে শেষের নাটকীয়তায় পাকিস্তানকে ১ উইকেটে হারাল ক্যারিবীয়রা। দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নেওয়া জেইডেন সিলস অবশ্য ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথটা আগেই সহজ করে দিয়েছিলেন। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কারও। তবে ব্যাটসম্যান কেমার রোচের লড়াকু ইনিংসেই জয় নিশ্চিত হয় ক্যারিবীয়দের।
দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট শিকার করা জেইডেন সিলস হয়েছেন ম্যাচ সেরা। কেমার রোচ ৫২ বলে ২ চারের সাহায্যে করেন ৩০ রান। এতেই নিশ্চিত হয় দলের জয়।
The Betway Player of the Match goes to the youngster, Jayden Seales! 🏆#WIvPAK #MenInMaroon pic.twitter.com/5ZcF4alyd5
— Windies Cricket (@windiescricket) August 15, 2021
জয়ের জন্য শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৬৮ রান। ছোট টার্গেট হলেও চতুর্থ ইনিংসে উইন্ডিজের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। মাত্র ১৬ রান স্কোরবোর্ডে যোগ করতেই সাজঘরে ফেরেন প্রথম তিন ব্যাটসম্যান। কাইরন পাওয়েল (৪), ক্রেইগ ব্র্যাথওয়েট (২) ও এনক্রুমাহ বোনার (৫) আউট হন শাহীন শাহ আফ্রিদির বলে।
রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশি দূর এগোয়নি এই জুটি। চেজ ২২ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি কাইল মায়ের্স। ব্ল্যাকউড ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এরপর জেসন হোল্ডার ১৬ ও জশুয়া ডা সিলভা ১৩ রানে আউট হন।
একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ উইকেটে ১৫১। জয় থেকে তথনও ১৭ রান দূরে ক্যারিবিয়ানরা। এমন পরিস্থিতিতে কেমার রোচ লড়াই চালান শেষ ব্যাটসম্যান জেইডেন সিলসকে নিয়ে। ৯ উইকেটে ১৬৮ রান তুলে ১ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
কেমার রোচ ৩০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। আর জেইডেন সিলস অপরাজিত থাকেন ২ রানে। এই দুইয়ের অনবদ্য শেষ উইকেটের জুটিতে স্মরণীয় জয় আসে উইন্ডিজের।
জ্যামাইকাতেই দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে।
That winning moment!🙌🏾 Sabina Park has witnessed history! #WIvPAK #MenInMaroon pic.twitter.com/OGJef9rWcV
— Windies Cricket (@windiescricket) August 15, 2021
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান ১ম ইনিংসঃ ২১৭/১০ (৭০.৩ ওভার) বাট ১১, আবিদ ৯, আজহার ১৭, বাবর ৩০, ফাওয়াদ ৫৬, রিজওয়ান ২৩, ফাহিম ৪৪, ইয়াসির ০, হাসান ১৪, আফ্রিদি ০*, আব্বাস ০; রোচ ১৬-৪-৪৭-২, সিলস ১৬-৩-৭০-৩, মায়ের্স ১৪-৪-২৮-১, হোল্ডার ১৫.৩-৩-২৬-৩,
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসঃ ২৫৩/১০ (৮৯.৪ ওভার) ব্র্যাথওয়েট ৯৭, পাওয়েল ০, বোনার ০, চেজ ২১, ব্ল্যাকউড ২২, মায়ের্স ০, হোল্ডার ৫৮, জশুয়া ২১, রোচ ১৩, ওয়ারিক্যান ১, রোচ ১৩; আব্বাস ২২-৯-৪৩-৩, আফ্রিদি ২১.৪-৬-৫৯-৪, ফাহিম ১৪-৬-৩৭-১, হাসান ১৯-৪-৫৪-১
পাকিস্তান ২য় ইনিংসঃ ২০৩/১০ (৮৩.৪ ওভার) বাট ০, আবিদ ৩৪, আজহার ২৩, বাবর ৫৫, ফাওয়াদ ০, রিজওয়ান ৩০, ফাহিম ২০, হাসান ২৮; রোচ ১৯-৮-৩০-৩, সিলস ১৫.৪-৩-৫৫-৫, মায়ের্স ১৫-৫-৩৩-১, হোল্ডার ১৮-৬-৩৬-১
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসঃ ১৬৮/৯ (৫৬.৫ ওভার) ব্র্যাথওয়েট ২, পাওয়েল ৪, বোনার ৫, চেজ ২২, ব্ল্যাকউড ৫৫, মায়ের্স ০, হোল্ডার ১৬, জশুয়া ১৩, রোচ ৩০*, ওয়ারিক্যান ৬, সিলস ২*; আফ্রিদি ১৭-৪-৫০-৪, হাসান ১৬.৫-৫-৩৭-৩, ফাহিম ৮-১-২৯-২
ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ)