

ঘোষণার দুই মাসেও অগ্রগতির দেখা নেই বাংলাদেশ টাইগার নামক ছায়া দলের। জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটারদের প্রস্তুত রাখার লক্ষ্যে সারাবছর জুড়ে এই প্রোগ্রাম চালু করতে চেয়েছে বিসিবি। তবে মাঠ সংকটে কার্যক্রম পায়নি গতি। যদিও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন বৃষ্টি মৌসুম শেষে মাঠ পর্যাপ্ত হলেই শুরু হতে পারে ক্যাম্প।
ছায়া দলে মূলত জায়গা হবে জাতীয় দলের আশেপাশে থাকা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ সহ চোট কিংবা পারফরম্যান্সের কারণে বাদ পড়া ক্রিকেটাররা। তরুণদের নিয়ে গড়া হাই পারফরম্যান্স (এইচপি) ও ‘এ’ দলের বাইরের ক্রিকেটারদের অন্তর্ভূক্ত করতে চায় নির্বাচকরা।
আজ (১৪ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখানে (বাংলাদেশ টাইগারে) আমাদের প্রিমিয়ার ডিভিশন যারা খেলছে ওদেরকে নিয়েই দল করছি আমরা। এইচপি ও ‘এ’ দলের পরে বাকি যেসব প্লেয়ার আছে তাদের নিয়া করা হবে।’
যাদেরকে নিয়েই দল গড়া হোক মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হতে পারে কবে নাগাদ এমন প্রশ্নের জবাবও দিয়েছেন নান্নু। মাঠ সংকট আর বৃষ্টির কারণে ইনডোরের বাড়তি প্রয়োজনীয়তা থেকেই দেরি হচ্ছে ক্যাম্প শুরু হতে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে এটা নিয়ে আমরা তিনটা-চারটা মিটিং শেষ করেছি। আমরা এটা একটা প্ল্যান দিয়ে আগাচ্ছি। ইন শা আল্লাহ আশা করি পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এটাও (দল তৈরি) করতে পারব।’
‘কিন্তু এখনো সমস্যা রয়েছে, মাঠের সমস্যা। কোথায় প্র্যাকটিস করব আমরা, কারণ বৃষ্টির জন্য ইনডোরটা গুরুত্বপূর্ণ। সে হিসেবে ওভাবে আমরা মাঠ পুরাপুরি প্রস্তুত হলে ওটাও (বাংলাদেশ টাইগারের কার্যক্রম) শুরু করতে পারব।’