বানান ভুল করে টুইটারে ট্রলের শিকার কামরান আকমল

বাবর-হাফিজদের সমালোচকদের নিয়ে কামরান আকমল
Vinkmag ad

পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার কামরান আকমল সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন। টুইটারে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক টুইট করেন কামরান।

একটি ছবিসহ টুইট করেন কামরান। যেখানে স্বাধীনতা দিবসের বানান (ইংরেজীতে) ভুল। সেই ভুলকে সামনে এনে সবাই ট্রল করছেন তাকে।

৯৭ ডেস্ক

Read Previous

ব্র্যাথওয়েটের স্বস্তি, ব্র্যাথওয়েটের আফসোস

Read Next

অনুমোদনের পর আবার অনুমোদনের অপেক্ষায় কেন্দ্রীয় চুক্তি

Total
30
Share