লর্ডসে ‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখালেন অ্যান্ডারসন

লর্ডসে 'বুড়ো' হাড়ের ভেলকি দেখালেন অ্যান্ডারসন
Vinkmag ad

বয়স কেবলই একটা সংখ্যা- এই তত্বকে জনপ্রিয় করার কাজটা সুনিপুনভাবে করছেন জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের ৩৯ বছর বয়সী এই পেসার এই বয়সেও ক্ষুরধার। নিজেকে এখনো ইংলিশ স্কোয়াডের সেরা পেসার হিসাবে ধরে রেখেছেন।

ভারতের বিপক্ষে চলমান লর্ডস টেস্টে আরেকবার নিজের সক্ষমতা প্রমাণ করলেন জিমি। প্রথম দিন ২ উইকেট নেওয়া জিমি এদিন সাজঘরে ফেরান আরও ৩ ব্যাটসম্যানকে।

টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৩১ বারের মত ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন অ্যান্ডারসন। সর্বশেষ টি নিলেন ৩৯ বছর ১৪ দিন বয়সে। যা গত ৭০ বছর সময়ে সবচেয়ে বয়স্ক হিসাবে ৫ উইকেট শিকারের রেকর্ড।

এর আগে ১৯৫১ সালে ৪০ বছর ৮৬ দিন বয়সে ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জিওফ শাব, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

টেস্টে সর্বোচ্চ ৫ উইকেট শিকারে অ্যান্ডারসনের অবস্থান এখন ৬ নম্বরে। পেসারদের হিসাব করলে তিনি ২ নম্বরে।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ইনিংসে ৫ বা তার বেশি উইকেট-

মুত্তিয়াহ মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৬৭
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৩৭
স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)- ৩৬
অনিল কুম্বলে (ভারত)- ৩৫
রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)- ৩৪

জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৩১
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩০
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ২৯
ইয়ান বোথাম (ইংল্যান্ড)- ২৭
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ২৬।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপে বাংলাদেশ ভয়ংকর কিছু করবে; আভাস পাচ্ছেন গিবস

Read Next

লর্ডসে এগিয়ে ভারত, লড়ছেন ইংলিশ অধিনায়ক

Total
1
Share