

১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের পুরুষ এবং নারী, উভয় দলই পাকিস্তানে আসবে একইসময়ে। একই দিনে দুটি করে টি-টোয়েন্টিও খেলা হবে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অক্টোবরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড নারী ক্রিকেট দল। ডাবল হেডারের অংশ হিসাবে একই মাঠে একই দিনে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এউইন মরগানের দল।
রাওয়ালপিন্ডিতে ১৩ ও ১৪ অক্টোবর একই দিনে দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে নারীরা নামবে মাঠে, এরপর পুরুষ দলের ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭, ১৯ ও ২১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচে লড়াইয়ে নামবে পাকিস্তান ও ইংল্যান্ডের নারী দল।
ম্যান’স টি-টোয়েন্টি সিরিজঃ
প্রথম টি-টোয়েন্টি- ১৩ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১৪ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
🗓️ Save the dates – England men’s and women’s tour of Pakistan ⤵️#PAKvENG | #PAKWvENGW | #HarHaalMainCricket pic.twitter.com/H1OxmVzYZi
— Pakistan Cricket (@TheRealPCB) August 13, 2021
ওম্যান’স টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজঃ
প্রথম টি-টোয়েন্টি- ১৩ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১৪ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
প্রথম ওয়ানডে- ১৭ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
দ্বিতীয় ওয়ানডে- ১৯ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
তৃতীয় ওয়ানডে- ২১ অক্টোবর, পাকিস্তান-ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি