কিউইদের উদাহরণ টেনে বাট বললেন বিসিসিআই ক্রিকেটে কর্তৃত্ব করছে

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন সালমান বাট

নিউজিল্যান্ড দলে খেলোয়াড়দের পাকিস্তান সফর বাদ দিয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়াকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সর্বময় ক্ষমতার উদাহরণ বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এর দুইদিন পরে শুরু হবে আইপিএলের ২য় পর্ব৷

নিউজিল্যান্ড দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্যই পাকিস্তান সফরে যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আইপিএল খেলতে যাবেন অধিনায়ক কেন উইলিয়ামসন, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট এবং কাইল জেমিসন।

নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট বলেন, ‘আমরা জানি আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ। আশ্চর্যজনক হলেও সত্য, পাকিস্তান ছাড়া বাকি দেশের খেলোয়াড়রা এ টুর্নামেন্টে খেলতে পারে। আইপিএল চলাকালীন সময়ে বড় দলগুলো কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় না।’

‘এখন পাকিস্তানে সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড। সেখানে নিউজিল্যান্ডের ৮ জন তারকা খেলোয়াড় আইপিএলের জন্য নিজেদের সরিয়ে নিয়েছেন। বিসিসিআই-এর এ ক্ষমতা রয়েছে এবং তারা বর্তমানে ক্রিকেটে কর্তৃত্ব করছে।’

‘বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে আইপিএল খেলাটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এটা খুবই বাজে অভ্যাস। পাকিস্তান অবশ্য নিজেদের জায়গায় ঠিক আছে। খুব সহজেই নিউজিল্যান্ডকে তারা হারিয়ে দিবে। তখন ওদের বোর্ড বুঝতে পারবে তারকা খেলোয়াড়দের গুরুত্ব কত বেশি,’ জানান সালমান বাট।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডঃ

টম ল্যাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি (ওয়েনডে), স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (টি-টোয়েন্টি), ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

কোচিং স্টাফ- গ্লেন পকনাল, গ্রায়েম আলড্রিজ ও থিলান সামারাবিরা।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, আজাজ প্যাটেল, ইশ সোধি, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

কোচিং স্টাফ- শেন জার্গেনসন, গ্লেন পকনাল, গ্রায়েম আলড্রিজ ও থিলান সামারাবিরা।

৯৭ ডেস্ক

Read Previous

নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে অবাকই হয়েছেন ডোমিঙ্গো

Read Next

টাইগারদের পূর্ণমেয়াদী ব্যাটিং কোচ হলেন প্রিন্স

Total
0
Share