লর্ডস টেস্টে নেই শারদুল ঠাকুর

লর্ডস টেস্টে নেই শারদুল ঠাকুর
Vinkmag ad

হ্যামস্ট্রিংয়ের চোটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই ভারতীয় পেসার শারদুল ঠাকুর। ভারত অধিনায়ক ভিরাট কোহলি ম্যাচের আগের দিন নিশ্চিত করলেন, লর্ডস টেস্টে খেলবেন না শারদুল ঠাকুর।

ফের ভারতীয় টেস্ট শিবিরে চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শারদুল ঠাকুর।

শারদুল ঠাকুরের বদলে মাঠে নামতে পারেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে, ইশান্ত শর্মাকেও লর্ডসে খেলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সেরা একাদশে আসবে একাধিক পরিবর্তন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজের স্কোর আপাতত ০-০ সমতায় দাঁড়িয়ে। দ্বিতীয় ম্যাচে তাই জয়ের জন্য মরিয়া দু’দলই।

ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল;, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অভিমান্য ইশ্বরান, পৃথ্বী শ ও সুরিয়াকুমার যাদব।

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ব্যাক টু ব্যাক সিরিজে বিসিবির যে বিড়ম্বনা

Read Next

যুব পর্যায়ে খেলা ফিরছে বাংলাদেশ-আফগানিস্তানকে দিয়ে

Total
2
Share