

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার মত কঠিন সব শর্ত দিচ্ছে না নিউজিল্যান্ড। এমনকি চাটার্ড নয় কমার্শিয়াল ফ্লাইটেই বাংলাদেশে আসবে কিউইরা। তবে ব্যাক টু ব্যাক সিরিজ হওয়ায় অজিদের মতই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চাটার্ড বিমানে আসা, বিমানবন্দরে লোক সমাগম এড়াতে ইমিগ্রেশন না সেরে হোটেলে চলে যাওয়া সহ কঠিন সব পন্থায় বাংলাদেশ সফর করে গেল অস্ট্রেলিয়া। মাঠ থেকে হোটেলে সব জায়গায়তেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষার সর্বোচ্চটুকু নিশ্চিত হতে চেয়েছিল সফরকারীরা।
তবে সপ্তাহ দুয়েকের ব্যবধানে বাংলাদেশে আসতে যাওয়া নিউজিল্যান্ড এত সব শর্ত দিচ্ছে না। কিন্তু বিপত্তি হল কিউইরা না চাইলেও ব্যাক টু ব্যাক সিরিজ হওয়াতে অস্ট্রেলিয়ার মত সুযোগ সুবিধা দেওয়া বিসিবির নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। তবে পুরোপুরি যে অস্ট্রেলিয়া সিরিজের আদলে বায়ো-বাবল প্রোটকল হচ্ছে না এতটুকু নিশ্চিতই।
অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড সিরিজের পার্থক্য কেমন হবে জানাতে গিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ (১১ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের বলেন,
‘একটা আলাদা বিষয় তো থাকবেই। অস্ট্রেলিয়া চাটার্ড ফ্লাইটে এসেছিল, তারা কমার্শিলায় ফ্লাইট বা রেগুলার ফ্লাইট ব্যবহার করেনি। এ জন্যই তারা চেয়েছিল যেন নূন্যতম মানুষের সংস্পর্শে থেকে বিমানবন্দর থেকে হোটেলে আসতে।’
‘তবে যেহেতু নিউজিল্যান্ড কমার্শিয়াল ফ্লাইটে আসছে তাদের জন্য বিষয়টা এরকম প্রযোজ্য হবে না। এরপরও আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব মিনিমাম পাবলিক কন্টাক্টের মাধ্যমে হোটেলে নিয়ে আসা যায়।’
নিউজিল্যান্ডের আলাদা কোন চাহিদা এখনো পর্যন্ত সামনে না এলেও ব্যাক টু ব্যাক সিরিজের বিড়ম্বনার কথা তুলে ধরেন নিজাম উদ্দিন চৌধুরী,
‘যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে সেহেতু তাঁরাতো (নিউজিল্যান্ড) চাইবেই অস্ট্রেলিয়া যেমন সুযোগ সুবিধা পেয়েছে তাদেরকেও যেন দেওয়া হয়। আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব বিষয়টা নিশ্চিত করা যায়।’
এদিকে স্বাস্থ্য নিরাপত্তা শুধু সফরকারী দলের খেলোয়াড় নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও নিশ্চিত করা জরুরী। সে ভাবনাতেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কোনো ছাড় দিতে চায় বিসিবি।
বিসিবি প্রধান নির্বাহী আরও যোগ করেন,
‘স্বাস্থ্য নিরাপত্তা ইস্যুটা কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তথা বিদেশি দলের জন্য না, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ও আছে। আমাদের যে কনসার্ন আমাদের প্লেয়ারদের স্বাস্থ্য সুরক্ষায় সেটা নিশ্চিতের জন্য হলেও এমন কিছু করতে হবে। এ বিষয়গুলো মাথায় রেখেই আমরা কাজ করছি এবং পরিকল্পনা করেছি।’