

আইসিসি আজ (১১ আগস্ট) র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে। টেস্ট র্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল হয়েছে।
নটিংহাম টেস্টে নিজেদের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলপতি জো রুট ও ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।
এর আগে শীর্ষ অবস্থানে ওঠা জো রুট ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে টপকে ৪ নম্বরে উঠে এসেছেন। নটিংহাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ১০৯ রান করেন রুট। অন্যদিকে এক ইনিংসে ব্যাট করা কোহলি পেয়েছিলেন গোল্ডেন ডাকের স্বাদ।
আরও পড়ুনঃ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিং
জাসপ্রীত বুমরাহ ১০ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে সেরা দশে উঠে এসেছেন। ম্যাচে ১১০ রান খরচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরে ৩ নম্বরে ওঠা বুমরাহ এখন আছেন ৯ নম্বরে।
ইংল্যান্ডের সিমার জিমি অ্যান্ডারসন ১ ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে। ওলি রবিনসন ২২ ধাপ এগিয়ে আছেন ৪৬ নম্বরে। ভারতের শারদুল ঠাকুর ১৯ ধাপ এগিয়েছেন, আছেন ৫৫ নম্বরে।
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৩ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৩৬ নম্বরে। দুই ইনিংস মিলে ১১০ রন করা লোকেশ রাহুল ফিরেছেন র্যাংকিংয়ে, আছেন ৫৬ নম্বরে। ইংলিশ ওপেনার ডম সিবলি ৪ ধাপ এগিয়ে আছেন ৫২ নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ ব্যাটসম্যান-
১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৯০১
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৯১
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৭৮
৪. জো রুট (ইংল্যান্ড)- ৮৪৬
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭৯১
৬. রোহিত শর্মা (ভারত)- ৭৬৪
৭. রিশাব পান্ট (ভারত)- ৭৪৬
৮. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭২৪
৯. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭১৭
১০. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)- ৭১৪
বাবর আজম (পাকিস্তান)- ৭১৪
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ বোলার-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৮
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৫৬
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮২৪
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮১৬
৫. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮১০
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৮
৭. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৯৫
৮. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৭৭২
৯. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৬০
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৪৪
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ অলরাউন্ডার-
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৮৪
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৭৭
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৭০
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৫১
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৪।