টেস্ট র‍্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন জো রুট

টেস্ট র‍্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন জো রুট
Vinkmag ad

আইসিসি আজ (১১ আগস্ট) র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে। টেস্ট র‍্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল হয়েছে।

নটিংহাম টেস্টে নিজেদের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলপতি জো রুট ও ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।

এর আগে শীর্ষ অবস্থানে ওঠা জো রুট ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে টপকে ৪ নম্বরে উঠে এসেছেন। নটিংহাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ১০৯ রান করেন রুট। অন্যদিকে এক ইনিংসে ব্যাট করা কোহলি পেয়েছিলেন গোল্ডেন ডাকের স্বাদ।

আরও পড়ুনঃ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিং

জাসপ্রীত বুমরাহ ১০ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে সেরা দশে উঠে এসেছেন। ম্যাচে ১১০ রান খরচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরে ৩ নম্বরে ওঠা বুমরাহ এখন আছেন ৯ নম্বরে।

ইংল্যান্ডের সিমার জিমি অ্যান্ডারসন ১ ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে। ওলি রবিনসন ২২ ধাপ এগিয়ে আছেন ৪৬ নম্বরে। ভারতের শারদুল ঠাকুর ১৯ ধাপ এগিয়েছেন, আছেন ৫৫ নম্বরে।

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৩ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৩৬ নম্বরে। দুই ইনিংস মিলে ১১০ রন করা লোকেশ রাহুল ফিরেছেন র‍্যাংকিংয়ে, আছেন ৫৬ নম্বরে। ইংলিশ ওপেনার ডম সিবলি ৪ ধাপ এগিয়ে আছেন ৫২ নম্বরে।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ ব্যাটসম্যান-

১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৯০১
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৯১
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৭৮
৪. জো রুট (ইংল্যান্ড)- ৮৪৬
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭৯১

৬. রোহিত শর্মা (ভারত)- ৭৬৪
৭. রিশাব পান্ট (ভারত)- ৭৪৬
৮. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭২৪
৯. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭১৭
১০. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)- ৭১৪
বাবর আজম (পাকিস্তান)- ৭১৪

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ বোলার-

১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৮
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৫৬
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮২৪
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮১৬
৫. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮১০

৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৮
৭. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৯৫
৮. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৭৭২
৯. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৬০
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৪৪

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ অলরাউন্ডার-

১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৮৪
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৭৭
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৭০
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৫১
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৪।

৯৭ প্রতিবেদক

Read Previous

জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড় সাকিব আল হাসান

Read Next

‘স্পেশাল’ পুরষ্কার জিতে আনন্দিত সাকিব আল হাসান

Total
5
Share