সেরা দশে মুস্তাফিজ, নাসুম-সাইফউদ্দিনের লম্বা লাফ

সেরা দশে মুস্তাফিজ, নাসুম-সাইফউদ্দিনের লম্বা লাফ
Vinkmag ad

আইসিসি আজ (১১ আগস্ট) র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল হয়েছে।

২০১৭ সালের অক্টোবরের পর আবার টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। মোহাম্মদ নবিকে পেছনে ফেলা সাকিব এগিয়েছেন বোলার ও ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও। ৬ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটসম্যানদের মধ্যে ৩ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে আছেন তিনি।

আরও পড়ুনঃ নবিকে হটিয়ে শীর্ষে সাকিব আল হাসান

৫ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ২ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে (যৌথভাবে ডেভিড মিলারের সঙ্গে) আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অলরাউন্ডারের মধ্যে ১ ধাপ এগিয়ে ১৫ নম্বরে (রায়ান বার্লের সঙ্গে) আছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান দিয়েছেন লম্বা লাফ। ২০ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি। শেষ ম্যাচ খেলা মোহাম্মদ সাইফউদ্দিন ২৬ ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে। লম্বা লাফ দিয়েছেন নাসুম আহমেদও। ১০৩ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে আছেন এই স্পিনার।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ৪ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ২১ নম্বরে উঠে এসেছেন। বোলারদের মধ্যে অ্যাশটন অ্যাগার ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭ নম্বরে। ৪৩ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন জশ হ্যাজেলউড।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-

১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৪১
২. বাবর আজম (পাকিস্তান)- ৮১৯
৩. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৭৪
৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৩৩
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭১৭

৬. লোকেশ রাহুল (ভারত)- ৬৯৯
৭. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৬৯২
৮. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৮৮
৯. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৪
১০. র‍্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৫০।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-

১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৯২
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৬৪
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭

৬. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৬৯
৭. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৯
৮. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৪৮
৯. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ৬৪০
১০. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬১৯।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-

১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৮৬
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. খাওয়ার আলি (ওমান)- ১৫৯
৫. কলিংস ওবুইয়া (কেনিয়া)- ১৫৩।

৯৭ প্রতিবেদক

Read Previous

নবিকে হটিয়ে শীর্ষে সাকিব আল হাসান

Read Next

জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড় সাকিব আল হাসান

Total
17
Share