

আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন সাকিব, তাতে ১ পয়েন্টে পেছনে ফেলেছেন বেশ কিছুদিন ধরে শীর্ষে থাকা মোহাম্মদ নবিকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। সিরিজ সেরা হওয়া সাকিব ব্যাট হাতে ১১৪ রান করার পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট।
আরও পড়ুনঃ সেরা দশে মুস্তাফিজ, নাসুম-সাইফউদ্দিনের লম্বা লাফ
View this post on Instagram
View this post on Instagram
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৮৬
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. খাওয়ার আলি (ওমান)- ১৫৯
৫. কলিংস ওবুইয়া (কেনিয়া)- ১৫৩।
আগে থেকেই অবশ্য ওয়ানডেতে মোহাম্মদ নবির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিলেন সাকিব।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ওয়ানডের সেরা ৫ অলরাউন্ডার-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪১৬
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৯৪
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৮২
৪. রাশিদ খান (আফগানিস্তান)- ২৭০
৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ২৬৮।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষে থাকলেও টেস্টে অবশ্য ৫ নম্বরে আছেন বাংলাদেশের পোস্টারবয়।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ অলরাউন্ডার-
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৮৪
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৭৭
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৭০
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৫১
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৪।