ভারত ও ইংল্যান্ডকে শাস্তি দিল আইসিসি

ভারত ও ইংল্যান্ডকে শাস্তি দিল আইসিসি
Vinkmag ad

নটিংহাম টেস্টে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারত, দুই দলকেই জরিমানা করেছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। দুই দলেরই ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে, সাথে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা গেছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলের ওপর শাস্তি আরোপ করেন। দুই দলই স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছিল।

আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ না করতে পারলে প্রতি ওভারের জন্য ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়।

সাথে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুচ্ছেদ নম্বর ১৬.১১.২ অনুযায়ী প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট জরিমানা করা হয়।

অন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, চতুর্থ আম্পায়ার ডেভিড মিলিন্স ইংল্যান্ড ও ভারতের ওপর স্লো ওভার রেটের অভিযোগ আনেন যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

দুই দলের অধিনায়ক জো রুট ও ভিরাট কোহলি নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে শুনানির দরকার পড়েনি।

৯৭ প্রতিবেদক

Read Previous

১৫০তম টেস্টে চোটে অনিশ্চিত স্টুয়ার্ট ব্রড

Read Next

নবিকে হটিয়ে শীর্ষে সাকিব আল হাসান

Total
1
Share