লাইফ সাপোর্টে থাকা ক্রিস কেয়ার্নসের জন্য ক্রিকেটারদের বার্তা

লাইফ সাপোর্ট থেকে বেঁচে ফিরলেও প্যারালাইজড ক্রিস কেয়ার্নস
Vinkmag ad

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নস গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার এক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হবার পর থেকেই ক্রিকেটমহলে শোকের আবহ। ৫১ বছর বয়সী এই অলরাউন্ডারের সুস্থতা কামনা করেছেন সবাই।

নিউজিল্যান্ডের হয়ে ৪৩ টেস্ট ও ৭৮ ওয়ানডে খেলা বার্নার্ড ল্যান্স কেয়ার্নসের পুত্র ক্রিস কেয়ার্নস। কিউইদের হয়ে খেলেছেন ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি।

ব্যাট হাতে তিন ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ৩৩২০, ৪৯৫০ ও ৩। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি আছে ৯ টি, ফিফটি ৪৮ টি।

বল হাতে ২১৮ টেস্ট উইকেটের মালিক কেয়ার্নসের আছে ২০১ ওয়ানডে উইকেট। টি-টোয়েন্টিতেও পেয়েছেন ১ টি উইকেট। টেস্টে ১৩, ওয়ানডেতে ১ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ১ বার (টেস্ট)।

৯৭ ডেস্ক

Read Previous

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

Read Next

১৫০তম টেস্টে চোটে অনিশ্চিত স্টুয়ার্ট ব্রড

Total
7
Share