

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নস গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার এক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হবার পর থেকেই ক্রিকেটমহলে শোকের আবহ। ৫১ বছর বয়সী এই অলরাউন্ডারের সুস্থতা কামনা করেছেন সবাই।
নিউজিল্যান্ডের হয়ে ৪৩ টেস্ট ও ৭৮ ওয়ানডে খেলা বার্নার্ড ল্যান্স কেয়ার্নসের পুত্র ক্রিস কেয়ার্নস। কিউইদের হয়ে খেলেছেন ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি।
ব্যাট হাতে তিন ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ৩৩২০, ৪৯৫০ ও ৩। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি আছে ৯ টি, ফিফটি ৪৮ টি।
বল হাতে ২১৮ টেস্ট উইকেটের মালিক কেয়ার্নসের আছে ২০১ ওয়ানডে উইকেট। টি-টোয়েন্টিতেও পেয়েছেন ১ টি উইকেট। টেস্টে ১৩, ওয়ানডেতে ১ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ১ বার (টেস্ট)।
Wishing #ChrisCairns a very speedy recovery. pic.twitter.com/JBLHA2n25g
— VVS Laxman (@VVSLaxman281) August 10, 2021
Thoughts and prayers are with Chris and his family. Horrid situation and hoping for the best. https://t.co/JySEO0jHBI
— Andre Adams (@AndreAdams) August 10, 2021
Such a stellar career and such an eventful life. So wish #ChrisCairns can recover.
— Harsha Bhogle (@bhogleharsha) August 10, 2021
Sad and shocked to know about Chris Cairns. He’s on life support, and the doctors maintain he isn’t responding to the treatment. Prayers with him
— Vikrant Gupta (@vikrantgupta73) August 10, 2021
Distressing news from Australia.
Former @blackcaps all rounder Chris Cairns has suffered a major medical emergency – an aortic dissection – in Canberra.
He is gravely ill.
I understand he is on full life support, and is set to be transferred to a specialist hospital in Sydney.
— Andrew Gourdie (@AndrewGourdie) August 10, 2021
Sending huge best wishes to @BLACKCAPS legend Chris Cairns who is on life support in Australia 😢
Pull through champ 👊 pic.twitter.com/5muo373bIk
— England’s Barmy Army (@TheBarmyArmy) August 10, 2021
💛💚
Our thoughts are with former Nottinghamshire all-rounder, Chris Cairns, in his ongoing battle with serious illness. pic.twitter.com/0jsGNglDyy
— Nottinghamshire CCC (@TrentBridge) August 10, 2021