

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের প্রথম আসরে খেলতে যাচ্ছেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। তবে এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) কোন দলের হয়ে এই দুই তারকা মাঠ মাতাবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।
সম্প্রতি ইপিএলের প্রধান নির্বাহী আমির আখতার জানিয়েছেন,
‘যে দলগুলি তাঁদের নিয়ে খসড়া তৈরি করেছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।’
৩৯ বছর বয়সী অভিজ্ঞ শোয়েব মালিক, দুই দশকেরও বেশি সময় ধরে প্রায় ৫০০টি টি -টোয়েন্টি ম্যাচ খেলে দশ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন।
অন্যদিকে,৩৩ বছর বয়সী উইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারে পরপর চারটি ছক্কা হাঁকিয়ে নিজের নাম তৈরি করেন ক্রিকেট বিশ্বে।
এই দুজন শহীদ আফ্রিদির সাথে যোগ দেবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের কাঠমান্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। এভারেস্ট প্রিমিয়ার লিগের এই সংস্করণে ছয়টি দল অংশগ্রহণ করছে।