সাকিব ও বাংলাদেশের প্রশংসায় ভাসছে টুইটার

সাকিবের ভূতুড়ে ওভার নয়, মাহমুদউল্লাহর কাঠগড়ায় ব্যাটসম্যানরা
Vinkmag ad

অস্ট্রেলিয়াকে লজ্জার রেকর্ডে ডুবিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়। এমন অর্জনে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছে ক্রিকেট বিশ্বের রথীমহারথীরা। দুর্দান্ত সাকিবের বন্দনায় মুখর পুরো ক্রিকেট বিশ্ব, বিশ্ব মিডিয়া, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকারসহ অনেকেই। টুইটার অঙ্গন যেন বাংলাদেশ আর সাকিবময়!

টি-টোয়েন্টি আর সাকিব আল হাসান যেন এক সূতোয় গাঁথা। ২য় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট সাকিবের, ১ম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট, ১০০০ রান ও ১০০ উইকেটের প্রথম ব্যক্তি, অজিদের বিপক্ষে যেকোন ফরম্যাটে সেরা বোলিং ফিগার। সাকিব আজ দেখিয়েছেন ম্যাজিক বোলিং। ৩.৪ ওভারের বোলিংয়ে ১ মেডেনসহ মাত্র ৯ রান খরচে শিকার করেন ৪টি উইকেট।

অস্ট্রেলিয়া এদিন পড়েছে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় (৬২)। অলআউট হয়েছে মাত্র ১৩.৪ ওভারে, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সবচেয়ে কম দৈর্ঘের ইনিংস (অলআউট হওয়া ম্যাচে) এটি। সাকিবের বোলিং দাপটে মিরপুরে রূপকথা লিখে ৬০ রানের বড় জয় টাইগারদের। এমন জয়ের দিন বিশ্বজুড়েই চলছে টাইগারদের জয়-জয়কার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার মুখরিত সাকিব বন্দনায়। প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

 

৯৭ ডেস্ক

Read Previous

সিরিজ জয় বঙ্গবন্ধুর পরিবারকে উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ

Read Next

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

Total
46
Share