

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের প্রভিশনাল স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সিলেকশন প্যানেল।
আগামী ১২ আগস্ট থেকে কিংস্টনের স্যাবাইনা পার্কে শুরু হচ্ছে ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২য় টেস্ট একই ভেন্যুতে শুরু হবে ২০ আগস্ট। এই সিরিজ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অংশ।
১৭ সদস্যের স্কোয়াডে ফিরেছেন ফাস্ট বোলার চেমার হোল্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যান শামার ব্রুকস। গেলবছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল চেমার হোল্ডারের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার সাদা পোশাকে খেলা ব্রুকস গেল সপ্তাহে বেস্ট বনাম বেস্ট চারদিনের ম্যাচে সেঞ্চুরি করে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার বাহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলকে রাখা হয়নি স্কোয়াডে। পুনর্বাসনে থাকা গ্যাব্রিয়েলকে এখনই বিবেচনা করা হচ্ছে না, ব্রাভোকে দেওয়া হয়েছে বিশ্রাম।
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামার ব্রুকস, রাখিম কর্নওয়াল, রস্টন চেজ, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, জেসন হোল্ডার, শাই হোপ, আলঝারি জোসেফ, কাইল মায়ের্স, কাইরন পাওয়েল, কেমার রোচ, জেইডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান।
Cricket West Indies (CWI) announces the 17-member provisional squad for the Betway Test Series against Pakistan. #WIvPAK
Squad details + more⬇️ https://t.co/S90oKylklO
— Windies Cricket (@windiescricket) August 9, 2021
পাকিস্তানের টেস্ট স্কোয়াডঃ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, সহ অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ ধানি, ইয়াসির শাহ (ফিটনেস টেস্ট সাপেক্ষে) ও জাহিদ মাহমুদ।