

অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইটকে জাতীয় দলের বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
Former Australian Fast bowler Shaun Tait has been appointed Afghanistan National team’s bowling coach with immediate effect.
More: https://t.co/vhE5fEVa3H pic.twitter.com/Sf4aXaQQqM
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 9, 2021
খেলোয়াড়ি জীবনে শন টেইট নিজের গতির জন্য পরিচিত ছিলেন। ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে নিয়মিত বল করতে পারতেন।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন টেইট। সেবার টুর্নামেন্টে ২৩ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার আপ হওয়া অস্ট্রেলিয়া দলেও ছিলেন টেইট।
অজিদের হয়ে ৩৫ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলেছেন টেইট। উইকেট নিয়েছেন যথাক্রমে ৬২, ২৮ ও ৫।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল ২ এর কোচিং কোর্স করান তিনি। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি।