শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
Vinkmag ad

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ৩ ম্যাচ জিতেই সিরিজ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে অবশ্য জয় তুলে নেয় অজিরা। আজ শেষ ম্যাচে মাঠে নামছে দুই দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের একাদশেই আছে দুইটি করে পরিবর্তন।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না শরিফুল ইসলামের। তার বদলে একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারির জায়গায় খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

অস্ট্রেলিয়া আজ বিশ্রাম দিয়েছেন জশ হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাইকে। একাদশে ঢুকেছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ একাদশঃ

সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশঃ

ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটরক্ষক), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়সেস হেনরিকস (সহ অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), অ্যাশটন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা।

৯৭ প্রতিবেদক

Read Previous

পরশ খাড়কার পর এবার অবসরে যাচ্ছে তাঁর ৭৭ নম্বর জার্সিটিও

Read Next

আফগানিস্তানের বোলিং কোচ হলেন শন টেইট

Total
6
Share