

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে গত আসরের মত বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। তবে নিজেদের প্রস্তুতির সুবিধার্থে বাংলাদেশ ওমানে ক্যাম্প করবে, দেশ ছাড়বে টুর্নামেন্ট শুরুর অন্তত ৭ দিন আগে।
বাছাই পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস নিজেদের মুখোমুখি হবে।
বাছাই পর্বের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে। যদিও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ১৭ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর।
নিজেদের সেরা প্রস্তুতির লক্ষ্যে ওমানে এক সপ্তাহ আগেই পৌঁছাতে চায় বাংলাদেশ। সেখানে স্থানীয় কোনো দলের বিপক্ষে ম্যাচও খেলতে চায় টাইগাররা।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ (৮ আগস্ট) মিরপুরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো খেলোয়াড়দের একটু বিশ্রাম দেওয়া। শারীরিক ও মানসিকভাবে ওরা ক্লান্ত। যেহেতু কোয়ারেন্টাইনের ব্যাপার আছে, অন্তত ৭ দিন আগে আমরা ওমানে যাব।’