অজিদের মতই সুবিধা পাবেন কিউইরা

অজিদের মতই সুবিধা পাবেন কিউইরা
Vinkmag ad

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার আগে অবশ্য রাজ্যের সব শর্ত দিয়েছিল অজিরা। কঠিন হলেও সবকটি শর্ত মেনে নিয়ে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামনে আরও এক দল আসছে বাংলাদেশ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। অজিদের মত কিউইরাও সফরে পাবেন একই রকম সুবিধা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন কোভিড বাস্তবতায় তারা সতর্ক থাকবেন। প্রয়োজনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চেয়েও বেশি করে।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘অনেকটা একই রকম (নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে)। নিরাপত্তার কথা তো শুধু অস্ট্রেলিয়া বলে চিন্তা করলে হবে না। যদি কিছু খেলোয়াড়ের করোনা হয় তাহলে তো আমরা সিরিজই করতে পারব না। প্রয়োজনে এর চেয়েও বেশি সতর্ক থাকতে হবে। ‘

হোটেলে এবারও বাইরের কেউ থাকতে পারবে কিনা জানতে চাওয়া হলে সেটার উত্তর ঠিকভাবে দিতে পারেননি আকরাম। তবে জানিয়েছেন কিউইদের জন্য একইরূপ সুবিধা বরাদ্দ থাকবে।

‘এত কিছু জানি না। তবে অনেকটা ওরকমই হবে। অস্ট্রেলিয়ার সাথে যা যা করছি একইভাবে নিউজিল্যান্ডের সাথেও করব। ‘

খেলোয়াড়দের সুবিধা হলে তাদের সঙ্গে পরিবার থাকতে দেওয়াতে বোর্ডের আপত্তি নেই বলে জানান আকরাম।

‘আমরা তো বলেছি, খেলোয়াড়রা যেভাবে স্বস্তিতে থাকবে আমাদের তা করে দিতে কোনো আপত্তি নেই। যেমন মুস্তাফিজের ছিল (সঙ্গে পরিবার)। কেউ থাকতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই।’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচিঃ

টি-টোয়েন্টি ওয়ার্ম আপ ম্যাচ- ২৯ আগস্ট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার

১ম টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৩ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৫ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৮ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

৯৭ প্রতিবেদক

Read Previous

নিউজিল্যান্ড দলের সঙ্গে একই সঙ্গে বায়োবাবলে ঢুকবে টাইগাররা

Read Next

মুস্তাফিজের কাছ থেকে কাটার রপ্ত করছেন শরিফুলও

Total
10
Share