নিউজিল্যান্ড দলের সঙ্গে একই সঙ্গে বায়োবাবলে ঢুকবে টাইগাররা

নিউজিল্যান্ড দলের সঙ্গে একই সঙ্গে বায়োবাবলে ঢুকবে টাইগাররা
Vinkmag ad

টাইগারদের ক্রিকেট ঠাঁসা ব্যস্ত সূচি। চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে আসছে নিউজিল্যান্ড। কোভিড পরবর্তী সময়ে বায়োবাবলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদের। সেটা আমলে নিয়ে ক্রিকেটারদের সুবিধা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (৮ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান ক্রিকেটারদের নিয়ে বোর্ডের ভাবনার কথা।

আকরাম খান বলেন, ‘গত ৫-৬ মাস ধরে খেলোয়াড়রা বায়োবাবলে, অনেক কঠিন সময় যাচ্ছে। এত কঠিন সময়ে ভালো পারফরম্যান্স করছে। ওদের কৃতিত্ব দেওয়া উচিৎ। এ নিয়ে আমরা নিয়মিত কথা বলছি, ভাবছি।’

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ২৪ আগস্ট। একই দিনে বায়োবাবলে ঢুকবে টাইগাররাও।

এর আগে অবশ্য বিশ্রাম পাচ্ছে মাহমুদউল্লাহ-সাকিবরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি থাকা ম্যাচ শেষে ১০ আগস্ট বায়োবাবল থেকে বের হবে টাইগাররা। ১৫ তারিখ পর্যন্ত ছুটি কাটিয়ে ১৬ থেকে ২০ আগস্ট দুই ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন।

আকরাম খান বলেন, ‘নিউজিল্যান্ড ২৪ তারিখ চলে আসবে। বাংলাদেশ দল বায়োবাবল থেকে বের হবে ১০ তারিখে। আমরা চিন্তা করেছি ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত ওদের বিশ্রাম দিব। ১৬ তারিখ থেকে লাল বল এবং সাদা বলের খেলোয়াড়দের নিয়ে ২০ তারিখ পর্যন্ত অনুশীলন করব কোচদের অধীনে। ২২ তারিখের দিকে করোনা পরীক্ষা করে ২৪ তারিখে খেলোয়াড়রা বায়োবাবলে চলে যাবে।’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচিঃ

টি-টোয়েন্টি ওয়ার্ম আপ ম্যাচ- ২৯ আগস্ট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার

১ম টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৩ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৫ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৮ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

৯৭ প্রতিবেদক

Read Previous

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ: মনোনয়ন পেলেন সাকিব

Read Next

অজিদের মতই সুবিধা পাবেন কিউইরা

Total
11
Share