

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি চালু করেছে প্লেয়ার অব দ্য মান্থ প্রথা। পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের বিচারে আইসিসি বেছে নেয় মাসের সেরা ক্রিকেটার। তিন ফরম্যাটই আসে বিবেচনায়।
২০২১ সালের জুলাই মাসের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ভোট দিন এই লিঙ্কে যেয়ে
পুরুষ বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- সাকিব আল হাসান (বাংলাদেশ), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ও হেইডেন ওয়ালশ জুনিয়র (ওয়েস্ট ইন্ডিজ)।
নারী বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ), ফাতিমা সানা (পাকিস্তান) ও স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ)।
জুলাই মাসে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন অনবদ্য। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটেই টাইগারদের সিরিজ জয়ে অবসান রেখেছেন সাকিব। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে জেতান দলকে। টি-টোয়েন্টিতে সাকিব ৩ উইকেট নেন ৭ ইকোনমি রেটে। ওয়ানডে সিরিজে ১৪৫ রানের পাশাপাশি সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন সাকিব।
অজি অলরাউন্ডার মিচেল মার্শ জুলাই মাস রাঙিয়েছেন ক্যারিবীয় সফরে। ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা মার্শ ছিলেন ফর্মের তুঙ্গে। টি-টোয়েন্টিতে ১৫২.০৮ স্ট্রাইক রেটে ২১৯ রান করার পাশাপাশি ৬.৭৬ ইকোনমি রেটে নিয়েছেন ৮ উইকেট।
অজিদের বিপক্ষে ক্যারিবীয় লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র ছিলেন দুর্দান্ত। ৩ ওয়ানডে খেলে ৪.১৪ ইকোনমিতে নেন ৭ উইকেট। টি-টোয়েন্টিতে ১১.৬৬ গড়ে তুলে নেন ১২ উইকেট।
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর ভোটিং প্রসেসঃ
দুই ক্যাটাগরিতে (নারী ও পুরুষ) মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অন ফিল্ডে তাদের পারফরম্যান্স ও মাসে তাদের অর্জন দিয়ে।
মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান। সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ। ভোটিং অ্যাকাডেমি তাদের ভোট দেন ই-মেইলের মাধ্যমে, ভোটের ৯০ শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে। বাকি ১০ শতাংশ থাকে সমর্থকদের আওতায়।
আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে।
আইসিসি ভোটিং অ্যাকাডেমিঃ
আফগানিস্তান- হামিদ কাইয়ুমি ও জাভেদ হামিম, অস্ট্রেলিয়া- মেলিন্দা ফারেল ও লিসা স্থালেকার, বাংলাদেশ- তারেক মাহমুদ ও মোহাম্মদ ইসাম, ইংল্যান্ড- এলিজাবেথ এমন ও ক্লেয়ার টেইলর, আয়ারল্যান্ড- ইয়ান চালেন্ডার ও ইসোবেল জয়েস, ভারত- অন্বেষা ঘোষ ও ইরফান পাঠান, নিউজিল্যান্ড- মার্ক গিন্টি ও জন রাইট, পাকিস্তান- ফাইজান লাখানি ও রমিজ রাজা, দক্ষিণ আফ্রিকা- ফিরদোস মুন্ডা ও মাখায়া এনটিনি, শ্রীলঙ্কা- নেভিল ভিক্টর অ্যান্থনি ও রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজ- ইয়ান বিশপ ও মেরিসা অ্যাগুইলেইরা, জিম্বাবুয়ে- ট্রিস্টান হোম ও পুমেলেলো এম্বাঙ্গুয়া, অন্যান্য- পল রেডলি ও ডার্ক ন্যানেস।