রুটের শতরানের পরও জয়ের সুবাস পাচ্ছে ভারত

featured photo updated v 7
Vinkmag ad

ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে শেষ দিন ভারতের চাই ১৫৭ রান, হাতে আছে ৯ উইকেট। এই ম্যাচে জয়ের গন্ধ ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দল পেতে শুরু করে দিয়েছে। তবে টেস্টের শেষ দিন লড়াই জমানোর অপেক্ষায় ইংলিশ বোলাররা।

এক দারুণ সমীকরণে দাঁড়িয়ে নটিংহ্যাম টেস্ট। শেষদিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১৫৭ রান। অন্যদিকে, ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট। টসে জিতে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভারত গুটিয়ে যায় ২৭৮ রানে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে অলআউট হয়। চতুর্থ দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ৫২।

এর আগে জো রুটের ১০৯, স্যাম কারেনের ৩২ ও জনি বেয়ারস্টোর ৩০ রানের সৌজন্যে ৩০৩ রানে থেমেছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দুরন্ত ছিলেন জাসপ্রীত বুমরাহ, ৬৪ রান খরচায় ৫ উইকেট নিলেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর নিয়েছেন দু’টি করে উইকেট।

প্রথম টেস্ট জিততে হলে ভারতের টার্গেট ২০৯ রান। সেই রান তাড়া করতে নেমে লোকেশ রাহুল ২৬ রানে আউট হলেও চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।

সংক্ষিপ্ত স্কোরঃ (চতুর্থ দিন শেষে)

ইংল্যান্ড ১ম ইনিংসঃ ১৮৩/১০ (৬৫.৪ ওভার) ১৮৩ বার্নস ০, সিবলি ১৮, ক্রাউলি ২৭, রুট ৬৪, বেয়ারস্টো ২৯, কারেন ২৭*, ব্রড ৪, অ্যান্ডারসন ১; বুমরাহ ২০.৪-৪-৪৬-৪, শামি ১৭-২-২৮-৩, সিরাজ ১২-২-৪৮-১, শারদুল ১৩-৩-৪১-২

ভারত ১ম ইনিংসঃ ২৭৮/১০ (৮৫.৫ ওভার) রোহিত ৩৬, রাহুল ৮৪, পুজারা ৪, কোহলি ০, রাহানে ৫, পান্ট ২৫, জাদেজা ৫৬, শামি ১৩, বুমরাহ ২৮, সিরাজ ৭*; অ্যান্ডারসন ২৩-৮-৫৪-৪, রবিনসন ২৬.৫-৬-৮৫-৫

ইংল্যান্ড ২য় ইনিংসঃ ৩০৩/১০ (৮৫.৫ ওভার) বার্নস ১৮, সিবলি ২৮, ক্রলি ৬, রুট ১০৯, বেয়ারস্টো ৩০, লরেন্স ২৫, বাটলার ১৭, কারান ৩২, রবিনসন ১৫; বুমরাহ ১৯-২-৬৪-৫, সিরাজ ২৫-৩-৮৪-২, শামি ১৫.৫-১-৭২-১, শার্দুল ১৩-১-৩৭-২

ভারত ২য় ইনিংসঃ (লক্ষ্য ২০৯) ৫২/১ (১৪ ওভার) রাহুল ২৬, রোহিত ১২*, পুজারা ১২*; ব্রড ৫-১-১৮-১

৯৭ ডেস্ক

Read Previous

ক্রিশ্চিয়ানের লক্ষ্য ছিল না সাকিব, তবুও…

Read Next

মুস্তাফিজকে দ্রুতগতির রাশিদ খান বলছেন ক্রিশ্চিয়ান

Total
1
Share