শরিফুল ইসলামকে আইসিসির ভর্ৎসনা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
Vinkmag ad

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙায় টাইগার পেসার শরিফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভঙ্গ করেছেন শরিফুল। যেখানে বলা আছে আন্তর্জাতিক কোন ম্যাচে আউটের পর এমন কোন ভাষার ব্যবহার বা আচরণ করা যাবে না যা ব্যাটসম্যানের কাছ থেকে আগ্রাসী কোন প্রতিক্রিয়া আসতে পারে।

আনুষ্ঠানিক ভর্ৎসনার সাথে সাথে ১ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে শরিফুলের ডিসিপ্লিনারি রেকর্ডে। ২৪ মাস সময়ে এটি শরিফুলের প্রথম কোড অব কন্ডাক্ট ভাঙা।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮ তম ওভারে মিচেল মার্শকে আউট করার পর তার খুব কাছে যেয়ে অত্যাধিক উচ্ছ্বাস প্রকাশ করে উদযাপন করেন।

শরিফুল ইসলাম তার অপরাধ স্বিকার করে শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির দরকার পড়েনি।

অনফিল্ড আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহিদ সৈকত ও গাজি সোহেল, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ শরিফুলের বিরুদ্ধে অভিযোগ আনেন, যা আমলে নিয়ে শরিফুলকে শাস্তি দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

৯৭ প্রতিবেদক

Read Previous

ইংল্যান্ড না আসায় এ দফায় যে লক্ষ্য পূরণ হচ্ছে না বিসিবির

Read Next

মন্থর উইকেটে মুখ থুবড়ে পড়ল টাইগাররা

Total
8
Share