

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত বাংলাদেশের। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন এতে দলের ক্রিকেটারদের সামর্থ্য ও চরিত্র ফুটে উঠেছে। টাইগার কাপ্তান বলছেন র্যাংকিংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের সামর্থ্য জাহিরের তাড়না ছিল পুরো দলেরই।
পরিসংখ্যান ও র্যাংকিং বিবেচনায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে ভালো বলার উপায় নেই কোনোভাবে। তবে অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে এমন কিছু মানতেই নারাজ কোচ রাসেল ডোমিঙ্গো। অধিনায়ক রিয়াদতো যুক্তিসহ জানিয়েছেন কেন তার দলকে ভালো বলতে হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান বলে লক্ষ্যের কথাও জানান সিরিজ শুরুর আগেরদিন। বিশেষ করে তার দৃঢ় বিশ্বাস ছিল র্যাংকিং (বাংলাদেশ দশম, অস্ট্রেলিয়া পঞ্চম) যাই বলুক, বাংলাদেশ তার চেয়েও ভালো দল। যদিও অতীত পরিসংখ্যান সায় দিচ্ছিল না রিয়াদের বিশ্বাসের পক্ষে (সিরিজ শুরুর আগে খেলা ১০২ ম্যাচে ৬৬ টিতে হেরেছিল বাংলাদেশ, জয় ৩৪ টি)।
তবে ঘরের মাঠে অজিদের হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ দিয়ে ক্রিকেটাররা যেন নিজেদের চরিত্র ও সামর্থ্য তুলে ধরেছে। অন্তত অধিনায়ক রিয়াদ তেমনটাই মনে করেন।
গতকাল (৬ আগস্ট) ১০ রানে জয়ী ম্যাচের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি, সিরিজ জয় আমাদের ছেলেদের চরিত্র এবং সামর্থ্য প্রকাশ করে। পুরো দলকেই কৃতিত্ব দিতে হয়। ছেলেরা যেভাবে খেলেছে, তাদের ক্ষুধা, অ্যাটিটিউড মিলিয়ে টিম অ্যাফোর্ট ছিল, ইনক্লুডিং টিম ম্যানেজমেন্ট।’
‘আমরা সবাই নিজেরা একজন আরেকজনকে ব্যাক করেছি যে সিরিজটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা সব সময় বিশ্বাস করি…টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ে আমরা নিচে আছি কিন্তু আমাদের ভেতরের বিশ্বাস ছিল আমরা টিম হিসেবে ভালো এবং আমাদের আরো ভালো করা উচিত এবং করতে পারি।’
‘এই বিশ্বাসটা সবার ভেতরে ছড়ানো গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা মন থেকে একজন আরেকজনকে সাপোর্ট করেছে। মাঠে সেটার প্রতিফলন দেখতে পেয়েছি। টিমের সাফল্যে খুশি। ছেলেদের সাফল্যে খুশি। ক্রেডিট সবার যাওয়া উচিত।’