

টানা ৩ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। এত সহজে অজিদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হবে এমনটা ভাবেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘরের মাঠের কন্ডিশন কাজে লাগাচ্ছে বাংলাদেশ এমন কথা উঠেছে। তবে বিসিবি সভাপতি বলছেন মূল সুবিধাটাই পায়নি টাইগাররা। তার চোখে মাঠের দর্শকই ঘরের মাঠে বাংলাদেশের বড় সুবিধা।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মিরপুরে গতকাল (৬ আগস্ট) তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ১০ রানে। ফলে ২ ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে অজিদের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয়।
ঘরের মাঠের উইকেটের সুবিধা বাংলাদেশ শুরু থেকেই পাচ্ছে। আর বিশ্বের প্রায় সব দেশই ঘরের মাঠের সুবিধা কাজে লাগায় প্রতিপক্ষকে ঘায়েল করতে। ব্যাপারটিকে স্বাভাবিকভাবএই দেখছেন বিসিবি সভাপতি।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘কন্ডিশন তো পার্থ্যক্য হচ্ছেই। আমরা যখন ওদের ওখানে যাই আমাদের জন্যও কন্ডিশন আলাদা হয়। এটা সবার জন্যই থাকে। হোম গ্রাউন্ডের একটা সুবিধা সবারই থাকে সেটা আমরা পেয়েছি।’
‘কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা পাইনি। হোম গ্রাউন্ডে আমাদের সুবিধা কিন্তু পিচ না, দর্শক, সমর্থক। এই সমর্থনটাইতো ছিলনা, মাঠভর্তি যদি সমর্থক থাকে তখন মনের মধ্যে আলাদা সাহস থাকে। সুতরাং এটা কিন্তু এবার আমাদের ছিল না।’
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ জিতবে বিশ্বাস ছিল নাজমুল হাসান পাপনের। তবে এত সহজে জেতার আশা করেননি কখনোই।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। ওদের সাথে যে সিরিজ জিতবো না, তা ছিলনা (চিন্তায়)। তবে এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। ইট উইল বি এ টাফ কল। তবে বিশ্বাসটা সবার মধ্যে ছিল, বিশেষ করে প্লেয়ারদের মধ্যে ছিল।’
‘সে বিশ্বাসেই খেলা হচ্ছিল, আমাদের প্রথম ম্যাচ জেতাটা জরুরী ছিল। প্রথম ম্যাচ জেতার পর কমফোর্টেবল ফিল করছিলাম। দ্বিতীয় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তখন মনে হচ্ছিল তৃতীয়টাও জিততে হবে। তখন অনেকেই বলেছিল বেশি বেশি হয়ে যাচ্ছে চাওয়া।’