মুস্তাফিজ ও বাংলাদেশ বন্দনায় মুখরিত টুইটার

মুস্তাফিজ-শরিফুলের বোলিং তোপে ১২১ এ থামল অস্ট্রেলিয়া
Vinkmag ad

ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক জয়ে ঐতিহাসিক সিরিজ জয়। অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছে ক্রিকেট বিশ্বের রথীমহারথীরা। দুরন্ত মুস্তাফিজের বন্দনায় মুখর পুরো ক্রিকেট বিশ্ব, বিশ্ব মিডিয়া, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকারসহ অনেকেই। টুইটার অঙ্গন যেন মুস্তাফিজময়!

মুস্তাফিজের বোলিং দাপটে মিরপুরে রূপকথা লিখে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন সিরিজ জিতল বাংলাদেশ। ১৯তম ওভারে মুস্তাফিজ খরচ করেছেন মাত্র ১ রান। ‘দ্য ফিজ’ -এর কাটার-স্লোয়ারে নাজেহাল অস্ট্রেলিয়া। ৪ ওভারের স্পেলে উইকেট না পেলেও মুস্তাফিজ খরচ করেন মাত্র ৯ রান। এমন জয়ের দিন বিশ্বজুড়েই চলছে টাইগারদের জয়-জয়কার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার মুখরিত মুস্তাফিজ বন্দনায়। প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক

Read Next

সিরিজ জিতেও পাপন বলছেন ঘরের মাঠের মূল সুবিধা পায়নি বাংলাদেশ

Total
17
Share