

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে আজ হারলেই সিরিজ হার নিশ্চিত হবে অজিদের।
সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ টসে হেরেছেন অজি দলপতি ম্যাথু ওয়েড। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও অস্ট্রেলিয়া একাদশে এসেছে ৩ পরিবর্তন। জশ ফিলিপ, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাই বাদ পড়েছেন। খেলছেন বেন ম্যাকডারমট, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও নাথান এলিস।
বৃষ্টির কারণে টস হয় ১ ঘন্টা ৩০ মিনিট পর। তবে কোন ওভার কাটা যায়নি। দুই দলের ইনিংসের মাঝে বিরতি থাকবে ১০ মিনিট।
বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়েসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, নাথান এলিস (অভিষেক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।