

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বৃষ্টি হানার শঙ্কা ছিল আগে থেকেই। তবে প্রথম দুই টি-টোয়েন্টি নির্বিঘ্নে শেষ হলেও আজ (৬ আগস্ট) তৃতীয় টি-টোয়েন্টির আগে শঙ্কা জাগাচ্ছে বৃষ্টি।
সূচি অনুসারে সিরিজের সবকটি ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ৬ টায়। আজ বিকেল ৪ টা থেকে মিরপুরের আকাশ মেঘে ঢেকে যায়। ৪ টা ১০ মিনিটে গুড়ি গুড়ি বৃষ্টিও ঝরেছে। তার আগেই অবশ্য উইকেট ঢেকে দেওয়া হয় কাভার দিয়ে।
এই প্রতিবেদন লেখার সময়ও মিরপুরের আকাশ কালো। বৃষ্টি হচ্ছে মুষলধারে। উইকেটের পাশাপাশি মাঠের কিছু অংশও (৩০ গজের বৃত্ত) ঢেকে দেওয়া হয়েছে কাভারে। যদিও মিরপুরের ড্রেনেজ সিস্টেমে উন্নত হওয়াতে বেশ ভালো পরিমাণের বৃষ্টি হলেও কার্টেল ওভারে ম্যাচ গড়ানোর সম্ভাবনা বেশি।
এদিকে আবহাওয়া পূর্বাভাসেও বলা হয়েছে আজ বিকেল থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হালকা বৃষ্টি হানা দিতে পারে।
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ তৃতীয় টি-টোয়েন্টির পর বাকি দুই ম্যাচ মাথে গড়াবে যথাক্রমে ৭ ও ৯ আগস্ট।