শুন্য রানেই কোহলির বিদায়, চলছে জিমি শো

শুন্য রানেই কোহলির বিদায়, চলছে জিমি শো
Vinkmag ad

ট্রেন্ট ব্রিজে টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্ডারসনের অনবদ্য বোলিং, রোহিত-কোহলি-পুজারাদের হারিয়ে চাপে ভারত। বৃষ্টিতে দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ। তবে এর আগেই জেমস অ্যান্ডারসনের দাপটে ম্যাচে ফেরে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ সময়ে দলকে ভরসা দেওয়ার বদলে উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। চাপে পড়া ভারত স্বস্তি পেল লোকেশ রাহুলের ফিফটিতে।

দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ৫৮ রান পিছিয়ে ভারত।

বুমরাহ, শামির দাপুটে বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে প্রথম দিন। টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৮৩ রানে। প্রথম দিনের শেষের দিকে ভারত ব্যাট করতে নামে। রোহিত রাহুল জুটি ২১ রানের পার্টনারশিপ করে দিন শেষ করে।

ধৈর্য সহকারে ব্যাটিং করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার। তবে মধ্যাহ্নভোজের ঠিক আগে রোহিতের উইকেট হারাল ভারত। রবিনসনের বলে রোহিত শর্মা পুল করতে গিয়ে আউট হন ব্যক্তিগত ৩৬ রানে। ৯৭ রানে ভারত হারায় প্রথম উইকেট। তবে ইনিংস গড়ার জন্য শক্ত অবস্থান তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু ফের ব্যর্থ চেতেশ্বর পুজারা (৪)। অ্যান্ডারসনের নিচু হয়ে আসা বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন।

জেমস অ্যান্ডারসনের প্রথম বলেই আউট হয়ে ফিরলেন অধিনায়ক ভিরাট কোহলি। অ্যান্ডারসনের সুইং সামলাতে ব্যর্থ কোহলি, খুলতে পারেননি রানের খাতা। উইকেটের পিছনে জস বাটলারের কাছে ক্যাচ তুলে ফেরত যান প্যাভিলিয়নে। ব্যাট হাতে ভারত অধিনায়কের খারাপ ফর্ম অব্যাহত।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে থাকা অনিল কুম্বলেকে (৬১৯) ছুঁলেন জেমস অ্যান্ডারসন। পরপর দুই বলে চেতেশ্বর পূজারা ও ভিরাট কোহলিকে ফিরিয়ে টেস্টে ৬১৯ উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের তালিকায় কুম্বলের সঙ্গে এক আসনে বসলেন জিমি।

রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন রাহানে। চতুর্থ উইকেট হারায় ভারত। ১১২ রানের মধ্যে শুরুর ৪ উইকেট হারিয়ে চাপে  পড়ে যায় ভারতীয় দল।

লোকেশ রাহুল ৫৭ রানে অপরাজিত। রিশাব পান্ট খেলছেন ৭ করে। খেলা বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয়। প্রথম বার বৃষ্টি থামার পর মাত্র এক বল স্থায়ী হয়েছিল খেলা। এরপর আবার খেলা শুরু হলে কেবল দুটি বল স্থায়ী হল। ফের বৃষ্টি। নির্ধারিত সময়ের আগেই শেষ দ্বিতীয় দিনের খেলা। ভারতের স্কোর ১২৫-৪।

তৃতীয় দিনে ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করে ম্যাচে পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করবে জো রুটের দল। অপরদিকে যতটা সম্ভব লিড নিয়ে ইংল্যান্ডকে চাপে রাখাই এখন লক্ষ্য রাহুল, পান্টের।

সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড ১ম ইনিংসঃ ১৮৩/১০ (৬৫.৪ ওভার) ১৮৩ বার্নস ০, সিবলি ১৮, ক্রলি ২৭, রুট ৬৪, বেয়ারস্টো ২৯, লরেন্স ০, বাটলার ০, কারেন ২৭*, রবিনসন ০, ব্রড ৪, অ্যান্ডারসন ১; বুমরাহ ২০.৪-৪-৪৬-৪, শামি ১৭-২-২৮-৩, সিরাজ ১২-২-৪৮-১, শারদুল ১৩-৩-৪১-২

ভারত ১ম ইনিংসঃ ১২৫/৪ (৪৬.৪ ওভার) রোহিত ৩৬, রাহুল ৫৭*, পুজারা ৪, কোহলি ০, রাহানে ৫, পান্ট ৭*; অ্যান্ডারসন ১৩.৪-৭-১৫-২, রবিনসন ১৫-৫-৩২-১

প্রথম ইনিংসে ভারত ৫৮ রানে পিছিয়ে

৯৭ ডেস্ক

Read Previous

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন জফরা আর্চার

Read Next

ভারত-পাকিস্তান মহারণ ২৪ অক্টোবর!

Total
1
Share