লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন জফরা আর্চার

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন জফরা আর্চার
Vinkmag ad

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে গতি তারকা জফরা আর্চার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ২০২১ সালের বাকি অংশে তাকে আর পাচ্ছে না ইংল্যান্ড।

চোট পাওয়া ডান কনুইয়ে স্ক্যান করা হয়েছিল জফরা আর্চারের। ফলে দেখা গেছে স্ট্রেস ফ্র্যাকচার আছে তার।

যেকারণে ২০২১ সালের বাকি থাকা অংশে তার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই। চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে খেলা হবে না তার।

২৬ বছর বয়সী আর্চার মে মাসে কনুইয়ে বোন ফ্রাগমেন্ট সরাতে অস্ত্রোপচার করেন, ফিরেছিলেন খেলাতেও। তবে বোলিংয়ে ফিরলেও কনুইয়ে অস্বস্তি হচ্ছিল তার।

এখন লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকবেন আর্চার। শরতের শুরুতে তার মেডিকেল রিভিউ করা হবে।

৯৭ ডেস্ক

Read Previous

সাকিবকে ‘ঠান্ডা’ থাকতে বলে ‘চান্স’ নিয়েছিলেন মেহেদী

Read Next

শুন্য রানেই কোহলির বিদায়, চলছে জিমি শো

Total
42
Share