

ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রাহক এখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। বুধবার নটিংহ্যামে ভারতের বিপক্ষে টেস্টের ১ম ইনিংসে এ মাইলফলক অর্জন করেন রুট।
এ রেকর্ড গড়তে গিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে টপকে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,৭৩৭ রান করেছেন কুক।
A simply incredible achievement.@root66 👏 🏴 #ENGvIND 🇮🇳
Scorecard/Clips: https://t.co/l3hrAXR72N pic.twitter.com/0hTTA6Q3w9
— England Cricket (@englandcricket) August 4, 2021
৩০ বছর বয়সী রুট ৩৬৬* ইনিংসে ৪৮.৭০ গড়ে ১৫৭৮০ রান করেছেন এখন পর্যন্ত। ৩৬ টি সেঞ্চুরি এবং ৯০ টি হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।
২০১২ সালের ভারত সফরের ৪র্থ টেস্টে রুটের অভিষেক হয়েছিল। ঐ ম্যাচে ১ম ইনিংসে ৭৩ রান করার পর ২য় ইনিংসে ২০ রান করেছিলেন তিনি।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক-
জো রুট – ৩৬৬* ইনিংসে ১৫,৭৮০ রান
অ্যালিস্টার কুক- ৩৮৭ ইনিংসে ১৫,৭৩৭ রান
কেভিন পিটারসেন- ৩৪০ ইনিংসে ১৩,৭৭৯ রান
ইয়ান বেল- ৩৭০ ইনিংসে ১৩,৩৩১ রান
গ্রাহাম গুচ- ৩৩৭ ইনিংসে ১৩,১৯০ রান।