কুককে টপকে সবার শীর্ষে এখন জো রুট

কুককে টপকে সবার শীর্ষে এখন জো রুট
Vinkmag ad

ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রাহক এখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। বুধবার নটিংহ্যামে ভারতের বিপক্ষে টেস্টের ১ম ইনিংসে এ মাইলফলক অর্জন করেন রুট।

এ রেকর্ড গড়তে গিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে টপকে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,৭৩৭ রান করেছেন কুক।

৩০ বছর বয়সী রুট ৩৬৬* ইনিংসে ৪৮.৭০ গড়ে ১৫৭৮০ রান করেছেন এখন পর্যন্ত। ৩৬ টি সেঞ্চুরি এবং ৯০ টি হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।

২০১২ সালের ভারত সফরের ৪র্থ টেস্টে রুটের অভিষেক হয়েছিল। ঐ ম্যাচে ১ম ইনিংসে ৭৩ রান করার পর ২য় ইনিংসে ২০ রান করেছিলেন তিনি।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক-

জো রুট – ৩৬৬* ইনিংসে ১৫,৭৮০ রান
অ্যালিস্টার কুক- ৩৮৭ ইনিংসে ১৫,৭৩৭ রান
কেভিন পিটারসেন- ৩৪০ ইনিংসে ১৩,৭৭৯ রান
ইয়ান বেল- ৩৭০ ইনিংসে ১৩,৩৩১ রান
গ্রাহাম গুচ- ৩৩৭ ইনিংসে ১৩,১৯০ রান।

৯৭ ডেস্ক

Read Previous

সিরিজ না জেতার কোন কারণ দেখেন না বিসিবি সভাপতি

Read Next

যুব বিশ্বকাপ জয় তরুণদের সাহস বাড়িয়েছে বলছেন পাপন

Total
12
Share