মুস্তাফিজের দুর্বোধ্য স্লোয়ারের সমাধান খুঁজছে অস্ট্রেলিয়া

মুস্তাফিজের দুর্বোধ্য স্লোয়ারের সমাধান খুঁজছে অস্ট্রেলিয়া
Vinkmag ad

গতকাল (৪ আগস্ট) অস্ট্রেলিয়াকে আরও একটি পরাজয় উপহার দেওয়ার দিনে বাংলাদেশের বোলাররা ছিল দুর্দান্ত। মিরপুরের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে জানা কথা তবে দুই টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও নিয়েছেন নিয়ন্ত্রণ। উইকেট বুঝে দুজনেই গতি নয়, মনযোগ দিয়েছেন স্লোয়ার-কাটারে। ম্যাচ শেষে অজি অলরাউন্ডার ময়সেস হেনরিকস বললেন মুস্তাফিজের স্লোয়ার দুর্বোধ্য।

আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১২১ রানের বেশি তুলতে পারেনি স্কোরবোর্ডে। পেস-স্পিন দুই বিভাগই যেখানে দারুণ ভূমিকা রেখেছিল। উইকেট শিকারে অবশ্য মুস্তাফিজ-শরিফুল ছিলেন এগিয়ে (৭ উইকেটের ৫ টিই নিয়েছেন দুজনে)।

৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট মুস্তাফিজের। ৪ ওভারে ২৭ রান খরচায় শরিফুলের শিকার ২ উইকেট।

টানা স্লোয়ার-কাটারে অজি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে মুস্তাফিজ তুলে নেন জশ ফিলিপ, ম্যাথু ওয়েড ও অ্যাশটন আগারকে।

ম্যাচ শেষে অজি অলরাউন্ডার হেনরিকস বলেন, ‘আজ মুস্তাফিজ দেখিয়েছে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার কেমন। আমি মনে করি, আজ ২৪টা বলই স্লোয়ার করেছে, গতি দেওয়ার চেষ্টাই সে করেনি’

‘তাকে আইপিএলে দেখেছি আমি (সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন সতীর্থ)। আমার মনে হয় না সেখানেও তাকে কখনো এমন বোলিং করতে দেখা গেছে। সেখানে সে যা করেনি, সম্ভবত সেটাই এখানে করে দেখিয়েছে সে।’

‘সঠিক পরিসংখ্যানটা ঠিক বলতে পারব না, তবে আমার মনে হয় সেখানে সে এখানকার অর্ধেক স্লোয়ার করে থাকে।’

মুস্তাফিজের স্লোয়ার দুর্বোধ্য উল্লেখ করে হেনরিকস আরও যোগ করেন, ‘পরিস্থিতির সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নিয়েছে সে। এর কৃতিত্ব পুরোপুরি তার। আর এখানে তার স্লোয়ারগুলোও বেশ দুর্বোধ্য। এখানে তো বটেই, এর থেকে ভালো উইকেটেও সে দারুণ স্লোয়ার দিতে পারে। এসব খেলা সত্যিই অনেক কঠিন।’

‘পরিস্থিতি বদলাতে হলে দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে আমাদের। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে দ্রুতই তাকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে হবে আমাদের।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ঢাকা থেকে সরাসরি ইসলামাবাদ যাবে নিউজিল্যান্ড দল

Read Next

লিঙ্ক খুঁজছেন ফিঞ্চ-ম্যাক্সওয়েল, খুশি নন অ্যাগারের স্ত্রী’ও

Total
31
Share