ঢাকা থেকে সরাসরি ইসলামাবাদ যাবে নিউজিল্যান্ড দল

ঢাকা থেকে সরাসরি ইসলামাবাদ যাবে নিউজিল্যান্ড দল
Vinkmag ad

গতকালই চূড়ান্ত হয়েছে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি। ১ থেকে ১০ সেপ্টেম্বর সময়ে ঢাকায় ৫ টি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। ব্ল্যাকক্যাপসদের ক্রিকেটীয় ব্যস্ততা এখানেই শেষ হচ্ছে না। পরদিনই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজ (৫ আগস্ট) প্রকাশ করেছে যে ১৮ বছর বাদে নিউজিল্যান্ড দল যাচ্ছে পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডি ও লাহোরে ৩ টি ওয়ানডে ও ৫ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে ৩ টি ওয়ানডে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অব্দি মাঠে গড়াবে ৫ টি টি-টোয়েন্টি।

উল্লেখ্য, এই ৩ ওয়ানডে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। ২০২২ সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ড পাকিস্তানে যাবে টেস্ট সিরিজ খেলতে।

দীর্ঘদিন ঘরের মাঠে ক্রিকেট থেকে বঞ্চিত হওয়া পাকিস্তান ২০২১-২২ মৌসুমে ঘরের মাঠে আয়োজন করবে বেশ কয়েকটি সিরিজ। যার শুরু হবে নিউজিল্যান্ডের এই সফর দিয়ে। ইংল্যান্ডের নারী ও পুরুষ দল সাদা বলের ক্রিকেট খেলতে যাবে পাকিস্তান, এরপর ডিসেম্বরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ এর ফেব্রুয়ারি/মার্চে পুর্নাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়াও।

নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সূচিঃ

নিউজিল্যান্ড পাকিস্তানে (ইসলামাবাদ) পৌঁছাবে- ১১ সেপ্টেম্বর

আইসোলেশন- ১২ থেকে ১৪ সেপ্টেম্বর

ট্রেনিং/অনুশীলন/ইন্ট্রা স্কোয়াড ম্যাচ- ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর

১ম ওয়ানডে- ১৭ সেপ্টেম্বর- রাওয়ালপিন্ডি
২য় ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর, রাওয়ালপিন্ডি
৩য় ওয়ানডে- ২১ সেপ্টেম্বর, রাওয়ালপিন্ডি

১ম টি-টোয়েন্টি- ২৫ সেপ্টেম্বর, লাহোর
২য় টি-টোয়েন্টি- ২৬ সেপ্টেম্বর, লাহোর
৩য় টি-টোয়েন্টি- ২৯ সেপ্টেম্বর, লাহোর
৪র্থ টি-টোয়েন্টি- ১ অক্টোবর, লাহোর
৫ম টি-টোয়েন্টি- ৩ অক্টোবর, লাহোর।

৯৭ প্রতিবেদক

Read Previous

বুমরাহ, শামির দাপটে প্রথম দিন ভারতের

Read Next

মুস্তাফিজের দুর্বোধ্য স্লোয়ারের সমাধান খুঁজছে অস্ট্রেলিয়া

Total
57
Share