আজ আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

টস
Vinkmag ad

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। মিরপুরে ১ম টি-টোয়েন্টিতে অজিদের ২৩ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

১ম ম্যাচের মত ২য় ম্যাচেও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। এবার অবশ্য আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুই দলই মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশ একাদশঃ

সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশঃ

অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), জশ ফিলিপ, মিচেল মার্শ, ময়েসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

৯৭ প্রতিবেদক

Read Previous

র‍্যাংকিংয়ে একই অবস্থানে মার্শ-নাইম, সাকিব-মুস্তাফিজদের উন্নতি

Read Next

মুস্তাফিজ-শরিফুলের বোলিং তোপে ১২১ এ থামল অস্ট্রেলিয়া

Total
2
Share