

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ (৪ আগস্ট) র্যাংকিং এর সাপ্তাহিক হালনাগাদ করেছে। যাতে অবস্থানের রদবদল হয়েছে ক্রিকেটারদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ১ম টি-টোয়েন্টি ম্যাচ আমলে এসেছে এই হালনাগাদে। অজি অলরাউন্ডার মিচেল মার্শ ও টাইগার ওপেনার নাইম শেখ সমান ৫৫১ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আছেন ২৫ নম্বরে।
মার্শ ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়েছেন। ২৯ বলে ৩০ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাইম শেখ এগিয়েছেন ৭ ধাপ।
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের উন্নতি হয়েছে তিন বিভাগেই। ব্যাটিংয়ে ৩৬ রান করে ৬ ধাপ এগিয়ে আছেন ৫৬ নম্বরে। বোলিংয়ে ৩ ধাপ এগিয়ে যৌথভাবে শ্রীলঙ্কার দুশমান্থ চামিরার সঙ্গে আছেন ১৮ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবি (২৮৫) এর সঙ্গে ব্যবধান ১১ কমিয়েছেন সাকিব (২৫২)।
২ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। অবনতি হয়েছে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের। ৩৪ নম্বর থেকে ৩৫ এ নেমেছেন মাহমুদউল্লাহ, একই অবস্থান থেকে ৩৯ এ নেমেছেন সৌম্য।
হালনাগাদে আমলে এসেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ ও ভারত-শ্রীলঙ্কা সিরিজও। উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান অপরাজিত ৬২ রান করে ১৫ ধাপ এগিয়ে আছেন ৪৮ নম্বরে।
লঙ্কান বোলার দুশমান্থ চামিরা ১৯ ধাপ এগিয়ে আছেন সাকিবের সঙ্গে ১৮ নম্বরে। উইন্ডিজ বোলার জেসন হোল্ডার ১৭ ধাপ এগিয়ে আছেন ৫৩ নম্বরে। পাকিস্তানের হাসান আলি ৬ ধাপ এগিয়ে আছেন ৬০ নম্বরে। ভারতের ভুবনেশ্বর কুমার ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে। উইন্ডিজ লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র ৪ ধাপ এগিয়ে ৩৪, লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া ২৯ ধাপ এগিয়ে আছেন ৩৬ নম্বরে।
সেরা ৫০ এর বাইরে অজিদের অ্যান্ড্রু টাই ৭ ধাপ এগিয়ে আছেন ৭০ নম্বরে, ৩ উইকেট নেওয়া জশ হ্যাজেলউড ৩৩ ধাপ এগিয়ে আছেন ৭৭ নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-
১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৪১
২. বাবর আজম (পাকিস্তান)- ৮১৯
৩. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৯৫
৪. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৭৪
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭১৭
৬. লোকেশ রাহুল (ভারত)- ৬৯৯
৭. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৬৯২
৮. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৮৮
৯. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৪
১০. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৫০।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-
১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৯২
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৬৪
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭
৬. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৬৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৬৩
৮. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৭
৯. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ৬৪০
১০. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ৬১৬
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৫২
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৭৮
৫. খাওয়ার আলি (ওমান)- ১৫৯।