

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। ৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।
বাংলাদেশ একাদশে পেসার হিসাবে আছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিনার হিসাবে সাকিব আল হাসানের সঙ্গে আছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), জশ ফিলিপ, মিচেল মার্শ, ময়েসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।