

অবশেষে পৃথ্বী শ ও সুরিয়াকুমার যাদব বসলেন ইংল্যান্ডের বিমানে। শ্রীলঙ্কা সফর শেষে শিখর ধাওয়ানের দল দেশে ফিরলেও পৃথ্বী আর সুরিয়াকুমার ছিলেন সেখানেই। আইসোলেশন পর্ব কাটিয়ে বদলি হিসেবে টেস্ট সিরিজে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে এই দুই ক্রিকেটার এবার উড়াল দিলেন ইংল্যান্ডে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির৷ ফলে রিজার্ভ প্লেয়ার হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হল পৃথ্বী শ এবং সুরিয়াকুমার যাদবকে৷ দু’জনেই শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজে খেলতে ব্যস্ত ছিলেন৷
কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন করোনা আক্রান্ত হন ক্রুনাল পান্ডিয়া৷ সিরিজ শেষ হওয়ার পর দলের বাকি সদস্য দেশে ফিরলেও ক্রুনালের সংস্পর্শে থাকা সুরিয়াকুমার ও পৃথ্বীকে আইসোলেশনে থাকতে হয়৷ কলম্বোয় কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ইংল্যান্ডের বিমানে বসেছেন সুরিয়াকুমার ও পৃথ্বী৷
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে টুইটারে ছবি পোস্ট করেন সুরিয়াকুমার যাদব। লিখেছেন, ‘এবার পরের গন্তব্য ইংল্যান্ড৷ ঈশ্বরকে ধন্যবাদ৷’
Counting my blessings 💫
Next stop, England! pic.twitter.com/0uuiKfvDRB— Surya Kumar Yadav (@surya_14kumar) August 3, 2021
ইংল্যান্ড পৌঁছে বাধ্যতমূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এই দুই ক্রিকেটারকে৷ এরপর নটিংহ্যামে কোহলিদের সঙ্গে যোগ দেবেন৷ ফলে প্রথম দুই টেস্টে সুযোগ থাকলেও যে তাঁদের দেখা যাবে না মাঠে, তা একরকম নিশ্চিত।
চোটের কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল, পেসার আবেশ খান এবং স্পিনার ওয়াশিংটন সুন্দর৷ এরপর পরিবর্ত হিসেবে সুরিয়াকুমার ও পৃথ্বীকে উড়ে নিয়ে যাওয়ার কথা জানায় বোর্ড৷ এর মধ্যেই গতকাল সোমবার নেট প্র্যাকটিসে মাথায় চোট পেয়ে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল৷
আগামীকাল (৪ আগস্ট) থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।