আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পরশ খাড়কা

পরশ খাড়কা
Vinkmag ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেপালের প্রাক্তন অধিনায়ক পরশ খাড়কা। নেপালের জার্সিতে ১০ ওয়ানডে এবং ৩৩ টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার খাড়কা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) টুইটার পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। অবসর নিয়ে বিবৃতিতে পরশ খাড়কা লিখেছেন,

‘অত্যন্ত স্পষ্টতা, সম্মান এবং কৃতজ্ঞতার সাথে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ক্রিকেট মাঠে বিস্ময়কর যাত্রা এখানেই শেষ কিন্তু আমার দেশের জন্য ক্রিকেটের স্বপ্ন মাত্র শুরু হয়েছে।’

‘নেপালের হয়ে খেলা আমার সবচেয়ে বড় সাফল্য এবং এর জন্য আমি আমার কোচ, খেলোয়াড়, ভক্ত, স্টেকহোল্ডার, বন্ধু এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ। গত ১৮ বছর ধরে তাঁদের ক্রমাগত সহায়তার জন্য। সর্বদা ঋণী থাকব, যখন আমি ২০০২ সালে মাত্র ১৫ বছর বয়সে তরুণ হিসাবে শুরু করেছি।’

২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। এরপর ২০১৮ এবং ২০১৪ সালে যথাক্রমে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অভিষেক নেপালের হয়ে। ২০০৯ সালে দলের অধিনায়ক হওয়ার আগে তিনি ২০০৪, ২০০৬ এবং ২০০৮ সালে তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের প্রতিনিধিত্ব করেছিলেন।

পরশ সর্বশেষ ২০২০ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে নেপালের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর চট্টগ্রামে হংকংয়ের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেটে সাত বছরের ওই পথচলাতে ১০টি ওয়ানডে খেলে ৩৫.০০ গড়ে রান করেছেন ৩১৫, বল হাতে উইকেট শিকার করেছেন ৯টি। টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ২৭.৫৫ গড়ে রান করেছেন ৭৯৯, বল হাতে উইকেট নিয়েছেন ৮টি।

৯৭ ডেস্ক

Read Previous

একাদশে মুস্তাফিজের ফেরা নিশ্চিত, খেলবে ৭ ব্যাটসম্যান

Read Next

অস্ট্রেলিয়ার কোনো টিভিতে দেখা যাবেনা বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ!

Total
1
Share