মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মায়াঙ্ক আগারওয়াল

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মায়াঙ্ক আগারওয়াল
Vinkmag ad

ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল ইংল্যান্ডের বিপক্ষে ১ম টেস্ট থেকে ছিটকে গেছেন।

সোমবার নটিংহামের ট্রেন্টব্রিজে ভারতের নেট সেশনে হেলমেটে আঘাত পান মায়াঙ্ক। সেই জেরেই ইংলিশদের বিপক্ষে ১ম টেস্ট খেলা হচ্ছে না তার।

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করেছে এবং দেখেছে যে তার কনকাশন ইস্যু আছে। যেকারণে ইংল্যান্ডের বিপক্ষে ৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলা হবে না তার।

৩০ বছর বয়সী মায়াঙ্ক আগারওয়াল স্ট্যাবল আছেন বলে জানিয়েছে বিসিসিআই, তবে তাকে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল;, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অভিমান্য ইশ্বরান, পৃথ্বী শ ও সুরিয়াকুমার যাদব।

স্ট্যান্ডবাই- প্রসিধ কৃষ্ণা ও আরজান নাগাওয়াসালা।

১ম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডঃ

জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, ক্রেইগ ওভারটন ও মার্ক উড।

টেস্ট সিরিজের সূচিঃ

১ম টেস্ট- ৪-৮ আগস্ট, ট্রেন্ট ব্রিজ, নটিংহাম
২য় টেস্ট- ১২-১৬ আগস্ট, লর্ডস, লন্ডন
৩য় টেস্ট- ২৫-২৯ আগস্ট, হেডিংলি, লিডস
৪র্থ টেস্ট- ২-৬ সেপ্টেম্বর, কেআইএ ওভাল, লন্ডন
৫ম টেস্ট- ১০-১৪ সেপ্টেম্বর, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।

৯৭ ডেস্ক

Read Previous

স্বাধীনভাবে খেলার ছাড়পত্র পাচ্ছেন টাইগার ওপেনাররা

Read Next

কেপিএলকে অনুমোদন না দিতে আইসিসিকে বিসিসিআইয়ের চিঠি

Total
6
Share