

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামীকাল (৩ আগস্ট)। তবে ম্যাচ পূর্ববর্তী দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে খুব বেশি কিছু বলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে উইকেট যেমনই হোক ওপেনারদের দিচ্ছেন পূর্ণ স্বাধীনতা, টসকে দেখছেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে।
মিরপুরের উইকেট পড়তে পারা বেশ কঠিন কাজগুলোর একটি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্লো উইকেটের দেখা মেলে। নিজেদের কন্ডিশন, চেনা মাঠ হওয়া স্বত্বেও পুরোপুরি নিশ্চিত হয়ে বলা মুশকিল টাইগার ক্রিকেটারদের জন্যও। আজ (২ আগস্ট) টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদও তেমনটাই শোনালেন।
রিয়াদ বলেন, ‘আমার খেলার অভিজ্ঞতা বলে, মিরপুরের উইকেট বেশির ভাগ সময়ই অনুমান করা খুব কঠিন। পাশাপাশি দেখতে পাচ্ছেন, আকাশ মেঘলাও থাকছে। আমার মনে হয়, টস খুব গুরুত্বপূর্ণ হবে। উইকেট যে ধরণেরই হোক, স্পোর্টিং উইকেট হতে পারে, বোলিং সহায়কও হতে পারে। আমি নিশ্চিত নই। উইকেট পড়তে পারা খুব গুরুত্বপূর্ণ হবে। উইকেট যেমনই হোক, আমরা খেলতে প্রস্তুত।’
আর যেমনই হোক অন্তত অস্ট্রেলিয়ার গতি আর বাউন্স বান্ধব উইকেটের ধারে কাছেও যে থাকেনা সেটা সবারই জানে। ফলে অজিদের জন্য খানিক চ্যালেঞ্জিং তো বটেই। রহস্যময়ী আচরণের কারণে বাংলাদেশও পড়তে পারে চ্যালেঞ্জের মুখে
এমনটাই মনে করেন রিয়াদ।
টাইগার দলপতি বলেন, ‘অস্ট্রেলিয়ান উইকেট ও বাংলাদেশের উইকেটে আকাশ-পাতাল তফাত। ওখানকার উইকেট অনেক গতিময়, বাউন্স থাকে, বল সবসময় ব্যাটে আসে সুন্দরভাবে। বাংলাদেশে উইকেট বুঝে ওঠার পর সেভাবে খেলতে হয়। দুই দলের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে। অনেক সময় আবার ফ্ল্যাট ট্র্যাকও পেতে পারি। ভালো ব্যাটিং উইকেট পেলে সেটাও কাজে লাগাতে হবে।’
উইকেট কিংবা কন্ডিশন এক পাশে রেখে বাংলাদেশের ওপেনারদের শুরুতেই সামলাতে হবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মত গতি তারকাদের। তাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা থাকছে কিনা জানতে চাইলে টাইগার কাপ্তান জানালেন ওপেনাররা খেলবে স্বাধীনভাবে।
তিনি বলেন, ‘উইকেট পর্যালোচনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো ফরম্যাটই হোক। বিশেষ করে মিরপুরে। আমাদের ওপেনাররা যেরকম শুরু করে… স্বাধীনভাবে খেলাটা গুরুত্বপূর্ণ।’
‘তাদের স্বাধীনতা দেওয়াটাও… টিম ম্যানেজমেন্ট থেকে ওভাবেই কথা বলা হয়েছে যেন তারা স্বাধীনভাবে খেলতে পারে। ওপেনাররা যদি আমাদের ভালো শুরু এনে দিতে পারে, তাহলে আমরা সেখান থেকে এগোতে পারি।’