অজিদের বিপক্ষে ঘরের মাঠে সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ

অজিদের বিপক্ষে ঘরের মাঠে সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ
Vinkmag ad

নিজেদের বেশ কিছু তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। আর এতেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছে অনেকেই। যদিও বাংলাদেশও নিজেদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার ছাড়াই মাঠে নামবে। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন সব ছাপিয়ে এই সিরিজ ঘরের মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ।

চোট ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর আসেনি ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সের মত তারকা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ে ছিটকে যান অজিদের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এমন পরিস্থিতিতে সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছিল অনেকে। তবে বাংলাদেশ নিজেরাও সেরা দল পাচ্ছে না। চোটের কারণে আগেই ছিটকে যান তামিম ইকবাল, কোয়ারেন্টাইন জটিলতায় নেই মুশফিকুর রহিম, পারিবারিক কারণে নেই লিটন দাসও।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এসবকে পাশে রেখেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় এই সিরিজে। আগামীকাল (৩ আগস্ট) প্রথম টি-টোয়েন্টির আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ কথা বলেন তিনি।

রিয়াদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, আপনি যত উপরের র‍্যাংকিংয়ের দলই হোক না কেন নির্দিষ্ট দিনে যদি ভালো খেলতে পারেন তাহলে যেকোনো দলকেই হারাতে পারবেন। অবশ্যই হয়তোবা ওদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি, একই সাথে আমরাও আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করছি।’

‘লিটন, তামিম, মুশফিককে মিস করছি। এটা আমাদের দলের ও ক্রিকেটারদের জন্য বড় সুযোগ নিজেদের স্ট্যান্ডার্ড দেখানো যে আমরা ঘরের মাঠে ভালো একটা দল।’

এই প্রথম টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দুই দল। ঘরের মাঠে খেলা, প্রতিপক্ষের বড় তারকাদের অনুপস্থিতি স্বত্বেও সিরিজ জয়ের সেরা সুযোগ কিনা সেটি এখনই বলতে পারছেন না টাইগার দলপতি।

তার ভাষ্যমতে, ‘সেরা সুযোগ কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে।’

‘আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। আমরা জিম্বাবুয়েতে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসও আছে। এখন আমরা অপেক্ষায় আছি যেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সাকিবকে মোকাবেলা করার উপায় খুঁজছেন ওয়েডরা

Read Next

অস্ট্রেলিয়ার বিপক্ষেও উপরের দিকে ব্যাট করবেন রিয়াদ

Total
8
Share