

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে ছিলেন তানভীর সাঙ্গা ও নাথান এলিস। তবে রাইলি মেরেডিথের ইনজুরিতে মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাথান এলিস।
আগামীকাল (৩ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে ১ম টি-টোয়েন্টির আগে আজ স্কোয়াডের বৃত্তান্ত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে ৫ ম্যাচের সিরিজে অজিদের অধিনায়কত্ব করবেন ম্যাথু ওয়েড।
সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেছেন ফাস্ট বোলার রাইলি মেরেডিথ। ওয়েস্ট ইন্ডিজ সফরে গ্রস আইলেটে ২ টি-টোয়েন্টি খেলা মেরেডিথ ব্রিজটাউনে খেলেছিলেন ১ ওয়ানডেও। ২ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেওয়া মেরেডিথ ওয়ানডেতে ছিলেন উইকেটশুন্য।
মেরেডিথের ইনজুরিতে স্কোয়াডে ঢুকেছেন তাসমানিয়ান গতি তারকা নাথান এলিস।
২৬ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার নাথান এলিস এখনও অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চাপান নি। ৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এলিস লিস্ট এ ম্যাচ খেলেছেন ১১ টি। হোবার্ট হারিকেন্সের এই গতিতারকা স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ৩১ টি।
৩১ টি-টোয়েন্টিতে এলিসের উইকেট ৩৩ টি। সেরা বোলিং ফিগার ৩৪ রানে ৪ উইকেট। প্রথম শ্রেণিতে ৩৫ ও লিস্ট এ তে ১৬ উইকেট আছে তার।
এছাড়া বার্বাডোসে সাইডলাইন অ্যাডভার্টাইজিং বোর্ডে ধাক্কা খেয়ে অ্যাঙ্কেল ইনজুরি বাধানো ব্যাটসম্যান বেন ম্যাকডারমট সুস্থ হয়ে উঠেছেন। তাকে একাদশে নির্বাচন করা যাবে বলে জানিয়েছে সিএ।
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, নাথান এলিস।
ট্রাভেলিং রিজার্ভ- তানভীর সাঙ্গা।
বাংলাদেশের স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
**সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।