বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজে ইনজুরিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছিটকে যাবার পর থেকে জল্পনা ছিল অজিদের অধিনায়ক কে হবেন তা নিয়ে। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের অধিনায়ক হবার দৌড়ে ছিলেন ৪ জন। তবে সিরিজ শুরু আগের দিন অস্ট্রেলিয়া জানিয়েছে অধিনায়কের নাম।

শুরুতে সহ অধিনায়ক হয়ে দলে থাকা ম্যাথু ওয়েড টস করতে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে।

এর আগে ২০২০ সালে ১ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন ওয়েড। সে ম্যাচে অবশ্য হেরেছিল অজিরা। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েড অজিদের ১১ তম অধিনায়ক।

অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ,  বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই,  অ্যাডাম জাম্পা, নাথান এলিস।

ট্রাভেলিং রিজার্ভ- তানভীর সাঙ্গা।

বাংলাদেশের স্কোয়াডঃ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ

১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

**সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।

৯৭ প্রতিবেদক

Read Previous

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

Read Next

মেরেডিথের সর্বনাশে এলিসের পৌষ মাস

Total
4
Share