

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে বায়ো বাবলের কঠিন শর্তের মধ্যে। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে শেষ অব্দি থাকা ক্রিকেটাররাই খেলতে পারছেন এই সিরিজে। সেই ১৭ জনের নাম আগে থেকেই জানা ছিল। ১ আগস্ট গভীর রাতে সেই খবর আনুষ্ঠানিকভাবে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্কোয়াড জানালেও এখন অব্দি তা জানায়নি অজিরা।
যদিও অজিদের ক্ষেত্রেও একই আছে স্কোয়াড। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড দেয় অজিরা। তবে ইনজুরিতে অ্যারন ফিঞ্চ ছিটকে গেলে এখন অব্দি নতুন অধিনায়কের নাম জানায়নি সফরকারীরা। যদিও সহ অধিনায়ক ম্যাথু ওয়েডেরই আর্মব্যান্ড পরার কথা।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দলঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন।
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ
অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।
ট্রাভেলিং রিজার্ভ- নাথান এলিস, তানভীর সাঙ্গা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
**সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।