

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি একদিন। বাংলাদেশের কন্ডিশনে স্পিনাররাই হতে পারে মূল প্রভাবক। তবে টাইগার ব্যাটসম্যানদের সামলাতে হবে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের গতিও। যদিও টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন তারাও রক্তে মাংসে মানুষ, তাদের সামলাতে মানসিকভাবে থাকতে হবে পরিষ্কার।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরাসরি বাংলাদেশে এসেছে অজিরা। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টিতে খুব একটা ভালো কাটেনি হ্যাজেলউড, স্টার্কের। সাট্ররক ৪ ম্যাচে নেন মাত্র ১ উইকেট, হ্যাজেলউড ৪ ম্যাচে ৪ টি।
তবে ওয়ানডে সিরিজে আবার স্টার্ক ছিলে স্বরূপে, ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে ছিলের সবার উপরে। ২ ম্যাচে ৫ উইকেট নেওয়া হায়জেলউডও ছন্দ খুঁজে পেয়েছেন।
৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুই দলের স্পিনাররাই বড় ভূমিকা রাখবে ধারণা বিশ্লেষকদের। তবে স্টার্ক, হ্যাজেলউডের মত বিশ্বমানের বোলাররাও চেপে ধরতে পারে ব্যাটসম্যানদের।
বাংলাদেশের মাটিতে অবশ্য সাদামাটা স্টার্ক, টেস্ট, ওয়ানডে না খেললেও খেলেছেন ৪ টি টি-টোয়েন্টি। ৯.১২ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৫ টি। হ্যাজেলউড খেলেছেন মাত্র একটি টেস্ট, নিতে পারেননি কোনো উইকেট।
স্টার্ক-হ্যাজেলউডকে কীভাবে সামলাবে বাংলাদেশ এমন প্রশ্নে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন তারাও মানুষ, ভালো বলের সাথে দিবে খারাপ বলও। সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ‘স্টার্ক ও হ্যাজলউড কোয়ালিটি বোলার। আমরা তাদের বোলিংয়ের ফুটেজ দেখেছি। দিনশেষে তারা মানুষ, তারাও খারাপ বল করে, মানসিকতা পরিস্কার রেখে তাদের খারাপ বলগুলো আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে।’