

কাগজে-কলমে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে ভালো বলার উপায় নেই কোনভাবেই। র্যাংকিং কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নড়বড়েই বলতে হবে টাইগারদের। তবে কোচ রাসেল ডোমিঙ্গো মানতে নারাজ এমন কিছু। এ নিয়ে সংবাদ মাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ হওয়াতেও হতাশ তিনি।
২০০৬ সালে আন্তর্জাতি টি-টোয়েন্টি যাত্রার পর এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১০২ ম্যাচ। যেখানে ৩৪ জয়ের বিপরীতে হার ৬৬ ম্যাচে। বর্তমানে র্যাংকিংয়ে অবস্থান দশম, আফগানিস্তানের অবস্থান সপ্তম। এমনকি গত আসরের মত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও উতরাতে হবে বাছাই পর্ব।
সর্বশেষ ৫ সিরিজে জিতেছে ২ টিতে, ২ টিই আবার জিম্বাবুয়ের বিপক্ষে। চলতি বছর খেলা দুই সিরিজের একটি নিউজিল্যান্ড আরেকটি জিম্বাবুয়ে। নিউজিল্যান্ড সফরের ৩ ম্যাচেই হেরেছে, জিম্বাবুয়েতে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচ টি-টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ আগস্ট। তার আগে আজ (১ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানেই দল নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি সংবাদ মাধ্যমের উপর হতাশার কথা জানান।
ডোমিঙ্গো বলেন , ‘প্রতিনিয়ত বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক খবর পড়াটা সত্যি হতাশাজনক। কেন আপনারা বলেন বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল না? আমি মনে করি আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির জায়গা আছে তবে আমাদের টি-টোয়েন্টি দলটা বেশ ভালো। ওয়েস্ট ইন্ডিজের মত আমাদের পেশি শক্তি সমৃদ্ধ ক্রিকেটার হয়তো খুব বেশি নেই কিন্তু স্কিলের দিক থেকে ভালো কিছু খেলোয়াড় আছে।’
দলের ক্রিকেটারদের নিয়ে বেশ আশাবাদী ডোমিঙ্গো চেয়েছেন সমর্থন, ‘মিডিয়ায় নিয়মিত দল নিয়ে নেতিবাচক খবর হতাশার। আমি একমত না যে আমরা টি-টোয়েন্টিতে বাজে দল। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে, তাদের উন্নতির জায়গা আছে এটা ঠিক। দলকে ইতিবাচকভাবে সমর্থন দিলে তারা নিজেদের মেলে ধরতে পারবে।’
নিজেদের উন্নতির জায়গা আছে স্বীকার করে টাইগার কোচ তাকাতে চান সামনের দিকে, ‘আমাদের উন্নতির জায়গা আছে, অবশ্যই। কিন্তু আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলিনা। নিউজিল্যান্ডে খুব বাজে হয়েছে, তবে জিম্বাবুয়েতে ছেলেরা ভালোই করেছে। আমি আশা করবো ইতিবাচক কিছুই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের জন্য কাজে দিবে।’