

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক তামিম ইকবাল, ওপেনার তামিম ইনজুরির জন্য ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। আরেক ওপেনার লিটন দাস পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ওপেনার হিসাবে আছেন কেবল নাইম শেখ ও সৌম্য সরকার। যদিও ইনজুরির কারণে শঙ্কা আছে সৌম্য সরকারকে নিয়েও।
এমতাবস্থায় ১ সপ্তাহে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ খেলতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। সেক্ষেত্রে বাকি থাকা দুই ওপেনার না খেলতে পারলে বিপাকেই পড়ার কথা বাংলাদেশকে।
সিরিজ শুরুর আগে আজ (১ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানে ওপেনার স্বল্পতা নিয়ে কথা বলেছেন ডোমিঙ্গো।
ডোমিঙ্গো বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আল হাসান আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে।এছাড়া মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। জানি সে মিডল অর্ডার ব্যাটসম্যান, তবে এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’
অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দলঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ
অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।
ট্রাভেলিং রিজার্ভ- নাথান এলিস, তানভীর সাঙ্গা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
**সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।