

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে ৩ আগস্ট থেকে শুরু হবে ৫ ম্যাচের সিরিজ।
এই সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল।
৩, ৪, ৬, ৭, ও ৯ আগস্ট মাঠে গড়াবে ৫ টি ম্যাচ। সবকটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সবকটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ঠিক কোন সময়ে ম্যাচগুলো শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই সিরিজ নিয়ে বলেন, ‘বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একসঙ্গে কাজ করে এই সূচি প্রকাশ করেছে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যু নিশ্চিত করা চ্যালেঞ্জিং। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দারুণ বায়ো সিকিউরিটি নিশ্চিত করা হয়েছে এবং দুই দলের নিরাপত্তা নিশ্চিত করতে তা সফরের সময় কার্যকর থাকবে।’
‘আমরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি আকর্ষণীয় ও আনন্দদায়ক লড়াই আশা করছি। দুই দলেই এই ফরম্যাট উপযোগী ক্রিকেটার আছে এবং তারা অ্যাটাকিং ক্রিকেট খেলে।’
একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
Itinerary confirmed for Australia’s Tour of Bangladesh 2021
Five-match T20I series starts from 03 August
5 T20Is- 3, 4, 6, 7, 9 August. All matches will be held in Mirpur, SBNCS #BANvAUS #Cricket
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) July 22, 2021
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।
ট্রাভেলিং রিজার্ভ- নাথান এলিস, তানভীর সাঙ্গা।